শাশুড়ি হতে চলেছেন চিত্রনায়িকা মৌসুমী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৩ এএম, ১০ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০১:০৪ এএম, ২ আগস্ট,শনিবার,২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী। অভিনয়ের সুবাদেই তাদের পরিচয়। ভালোবেসে ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন তারা। তাদের সুখের সংসারে রয়েছে দুই সন্তান- ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা।
জানা গেছে, এবার শ্বশুর-শাশুড়ি হচ্ছেন সানী ও মৌসুমী। চলতি মাসেই একমাত্র পুত্র ফারদিনকে বিয়ে দিচ্ছেন তারা। আগামী ২৬ মার্চ রাজধানীর একটি কনভেশন সেন্টারে ধুমধাম করে একমাত্র পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাদের হবু বউমা কানাডা প্রবাসী। তবে এসব বিষয়ে কথা বলতে নারাজ ওমর সানী।
এদিকে, সানী-মৌসুমী দম্পতির ছেলে ফারদিন ইতিমধ্যেই পরিচালনায় নাম লেখিয়েছেন। নির্মাণ করেছেন ‘ডেস্টিনেশন’ শিরোনামে একটি টেলিফিল্ম। তাছাড়া বেশ ক’টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন।