ভ্যাকসিন তো লেবেনচুস না, বাসায় রেখে একটা করে খাবে: সুবর্ণা মুস্তাফা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৩৪ এএম, ১০ ফেব্রুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০১:৩৮ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
দেশে আনুষ্ঠানিকভাবে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। ভ্যাকসিন নিয়ে দেশের কিছু মানুষ নেতিবাচক কথাও বলছে। তাদের উদ্দেশ্যে অভিনয়শিল্পী ও সাংসদ সুবর্ণা মুস্তাফা বললেন, কিছু মানুষ আছে সব ব্যাপারে বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করবেই। তাদের নিয়ে বলার কিছু নেই। সরকার প্রচুর টাকা দিয়ে এ দেশের জনগণের জন্য ভ্যাকসিন এনেছে। এগুলো তো লেবেনচুস না, বাসায় রেখে দেবে। পরে একটা একটা খাবে। ভ্যাকসিনের একটা নির্দিষ্ট মেয়াদও থাকে।’
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে টিকা নিয়েছেন বলে জানান তিনি।
এসময় তিনি বাংলাদেশে করোনার টিকা দেওয়া নিয়ে অনেকের মধ্যে ভয়ের বিষয়টি নিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘সত্যি কথা বলতে, এটা খুবই হাস্যকর। আমি মনে করি, এটার কোনো অর্থ হয় না। আমরা কিন্তু জন্মের পর টিকা নিয়েছিলাম। এরপর যদিও আর কোনো টিকা নেওয়া হয়নি। কিন্তু সারা পৃথিবীতে প্রতি বছর নানা ধরনের ফ্লু, নিউমোনিয়ার কারণে কোনো না কোনো ভ্যাকসিন মানুষ নিয়ে থাকে। ভ্যাকসিন তো রক্ষাকবচ। সারা পৃথিবীর সবাই কোভিড–১৯ ভ্যাকসিন নিচ্ছে। ভ্যাকসিন নিয়ে যারা নেতিবাচক কথা ছড়াচ্ছে, তারা জ্ঞানপাপী। তারাই এমন ভয় ছড়াচ্ছে। সাধারণ মানুষকে বলতে চাই, এটা আপনাদের পছন্দ। আমরা শুধু বলতেই পারি, তুমি করোনার ভ্যাকসিন নাও। এরপরও যদি না নেয়, নিজেকে ঝুঁকির মধ্যে ফেলে, তাহলে তো কথা নেই।’
টিকা নিয়ে ওই মুহূর্তের ছবি ফেইসবুকে শেয়ার করে সুবর্ণা লেখেন, “ভ্যাকসিন নেওয়া সম্পন্ন হলো আমার। জনগণের যত্ন নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ। জয় বাংলা।”
সুবর্ণা মুস্তাফা ক্যারিয়ারের শুরু করেন মঞ্চে অভিনয় করার মাধ্যমে। এরপর আশির দশকে টিভিতে অভিষিক্ত হন তিনি। অভিনয় করেছেন ঘুড্ডি, নয়নের আলো, নতুন বউ, গহীন বালুচরে, হেডমাস্টারসহ কয়েকটি চলচ্চিত্রে।