অস্ট্রেলিয়া ভিত্তিক গানের চ্যানেল ‘অপেরা মিউজিক স্টেশন’র যাত্রা শুরু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:১৭ পিএম, ২১ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:১৪ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
গেল বছর সংগীতের জন্য তেমন সুখকর ছিল না। করোনা মহামারির কারণে নতুন গানও খুব বেশি হয়নি।আবার অনেক নতুন শিল্পীর প্রতিভা থাকলে ও যথাথত প্লাটফর্মের অভাবে তারা নিজেদের মেলে ধরতে পারেন না। এ কারণেই ২০২১ সালের দিকে তাকিয়ে আছে সংগীত সংশ্লিষ্ট অনেকেই। আর নতুন বছরে অপেক্ষাকৃত নতুন প্রতিভাবান শিল্পীদের সুযোগ দিতে যাত্রা শুরু অস্ট্রেলিয়া ভিত্তিক গানের চ্যানেল ‘অপেরা মিউজিক স্টেশন’। প্রতিষ্ঠানটির কর্ণধার অস্ট্রেলিয়া প্রবাসী কমিউনিটি সংগঠক এনামুল হক বাংলা পত্রিকা প্রশান্তিকাকে বলেন, “ অপেরার মাধ্যমে শিল্পীরা তাদের নতুন গান পরিবেশনার সুযোগ পাবেন। অনেক শিল্পী ভালো গান করলেও সুবিধামত প্লাটফর্ম না থাকায় তারা দর্শকের কাছে পৌঁছাতে পারেন না। আমরা অপেরার মাধ্যমে শিল্পীকে যথার্থ সম্মানী দিয়েই গান ক্রয় করব এবং সর্বোচ্চ শিল্পমান বজায় রেখে মিউজিক ভিডিও তৈরি এবং পরিবেশন করব।”তিনি আরও জানান, “ অপেরা মিউজিক ইতোমধ্যে আরও শিল্পীদের সঙ্গে কাজ করে চলেছে। আমরা শীঘ্রই আরও মিউজিক ভিডিও নিয়ে আবির্ভূত হব।
বিখ্যাত নজরুলের সংগীত‘ আমি চিরতরে দূরে চলে যাব/ তবু আমারে দেবনা ভুলিতে’ দিয়ে যাত্রা শুরু হলো চ্যানেলটি। গত ১৪ জানুয়ারি বৃহস্পতিবার নন্দিত শিল্পী কেয়া রহমান এই গানটি গেয়েছেন। গানটির সঙ্গীতায়োজন করেছেন মীর মাসুম। গানটির ভিডিওতে মাসুম ও কেয়া দুজনেই মডেল হিসেবে অংশ নিয়েছেন।
গানটি সম্পর্কে মীর মাসুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই গানটি দিয়েই একটা প্রযোজনা প্রতিষ্ঠানের অভিষেক হলো! এটা নিশ্চয়ই ভালো লাগার বিষয়। তারচেয়ে বড় কথা, এক জীবনে অনেক গানই করেছি। তবে এবারই প্রথম নজরুলগীতির সংগীতায়োজন করলাম। কাজটি কঠিন ছিল, তবে দিনশেষে প্রজেক্ট প্রকাশের পর আরামই লাগছে।’
অভিষেকের পর থেকে ইউটিউব ও বিভিন্ন মাধ্যমে ইতোমধ্যে কয়েক হাজার ভিউ হয়েছে।