avertisements 2

আমেরিকার জীবন মেশিনের মতো: রিচি সোলায়মান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৫৪ পিএম, ১৭ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৬:৩১ পিএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান দীর্ঘদিন ধ’রে তার স্বামীর সাথে প্রবাসে বসবাস করছেন। তবে প্রায় সময় তিনি দেশে আসেন। আর দীর্ঘদিন পর তিনি দেশে ফিরেছেন।এদিকে, করো’না ভাইরাসের কারণে আমেরিকার পরিস্থিতি প্রথম থেকে ব্যাপক খা’রাপ হয়ে পড়ে। আর এই সময় এই অভিনেত্রীও সম’স্যার মধ্যে পড়েন। তবে বর্তমানে দেশটির করো’না পরিস্থিতি আগের থেকে কিছুটা উন্নতি হলেও এখনো প্রতিদিন আনেক মানুষ এই ভাইরাসে আক্রা’ন্ত হচ্ছে।

আর এবার এই অভিনেত্রী গ’ণমাধ্যমের সাথে নানা বি’ষয়ে কথা বলেছেন। করো’না মহা’মা’রিতে দেশে এসে কেমন লাগছে? এমন প্রশ্নে রিচি বলেন, বেশ ভালোই লাগছে। কারণ আমেরিকায় করো’নার তা’ণ্ডব চলছে। রীতিমতো খুব খা’রাপ পরিস্থিতি সেখানে। সেই তুলনায় দেশে করো’নার ব্যাপকতা তেমন দেখছি না। তাই অনেক স্বস্তিও লাগছে। এমনিতেই অনেকদিন দেশে আসা হয়নি। পরিবারের সদস্যদের স’ঙ্গে দেখা করার জন্যই মূলত এসেছি।

তবে এ অবসর সময়ের মধ্যে কয়েকটি নাটকে অ’ভিনয় করব। মাসখানেক পর আমেরিকায় চলে যাওয়ার পরিক’ল্পনাও আছে। গত স’প্তাহে একটি নাটকে শুটিং করেছেন। সেটি কেমন ছিল? এমন প্রশ্নে রিচি বলেন, চয়নিকা চৌধুরীর পরিচালনায় ’মন কেমনের দিন’ নামের এক খণ্ডের একটি নাটকে কাজ করেছি। গল্পও বেশ সুন্দর। এ নাটকের মাধ্যমে পাঁচ বছর পর আনিসুর রহমান মিলনের স’ঙ্গে অ’ভিনয় করেছি।

আর কী কী নাটক হাতে নিয়েছেন? রিচি বলেন, আরও অন্তত তিনটি নাটকে অ’ভিনয় করার পরিক’ল্পনা আছে। এ গু’লো পরিচালনা করবেন এসএম শাহীন, চয়নিকা চৌধুরী। নাটক গু’লোর গল্প আমা’র হাতে এসেছে। এছাড়া আরও কয়েকজন নির্মাতা অ’ভিনয়ের প্রস্তাব দিয়েছেন; কিন্তু সময় স্বল্পতার কারণে সে গু’লো ফিরিয়ে দিতে হচ্ছে। আমি তো অনেকটা ঘুরতেই দেশে এসেছি। তাই কিছুটা সময় নিজের জন্যও রাখতে হচ্ছে।

ক্যারিয়ারের তু’ঙ্গে থাকাবস্থায় আমেরিকায় পাড়ি জমিয়েছেন। এ নিয়ে কখনো অনুশোচনা হয় না? রিচি জানান, তা তো হয়ই। আমা’র স্বামী আমেরিকায় সরকারি চাকরি করেন। তাই সব কিছু ছেড়ে সেখানে যাই। এরই মধ্যে আমা’র দুটি সন্তানও হয়েছে। ওরা বড় হচ্ছে, শিক্ষাজীবন শুরু হয়েছে। তাছাড়া আমেরিকার জীবন মেশিনের মতো। অনেক ব্যস্ত থাকতে হয় কাজ নিয়ে। মাঝে মধ্যে তাই দেশে এসে পরিবার পরিজনদের স’ঙ্গে দেখা করে যাই। এ ফাঁ’কে কিছু নাটকে অ’ভিনয়ও করি।

বর্তমান টিভি নাটক নিয়ে আপনার পর্যবেক্ষণ কী? রিচি বলেন, আমি দেশে না থাকলেও নিয়মিতই টিভি নাটক দেখি। অল্প সংখ্যক নাটক ছাড়া বেশিরভাগই গতানুগতিক। প্রচার মাধ্যমের সংখ্যা যেভাবে বৃ ‘দ্ধি পেয়েছে সেভাবে ভালো নাটক নির্মিত হচ্ছে কম। তাছাড়া সব কিছুর দাম বাড়লেও নাটকের দাম কমেছে। এটি শিল্প বিকাশের অন্তরায়। আর সরকারকে এ সেক্টরের দিকে মনোযোগ বৃ ‘দ্ধি করতে হবে। নাট্যা’ঙ্গনের নেতাদের নাটকের উন্নতির জন্য আরও গভীর মনোযোগ দিতে হবে।

উল্লেখ্য, দেশের এই জনপ্রিয় অ’ভিনেত্রী একাধিক নাটক ও টেলিফিল্মে অ’ভিনয় করেছেন। তার অ’ভিনীত নাটক ও টেলিফিল্ম গু’লো ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে একটা সময় তিনি হঠাৎ করে আমেরিকায় চলে যান। আর সেখানে তার স্বামী সরকারি চাকরি করেন। এই অ’ভিনেত্রী সুযোগ পেলেই দেশে ছুটে আসেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2