মিরপুরে সড়কে পড়ে থাকা সেই লাশটি অভিনেত্রী আশার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:১২ এএম, ৬ জানুয়ারী,
বুধবার,২০২১ | আপডেট: ০৯:০৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
রাজধানীর মিরপুরে সোমবার রাতে এক নারীর লাশ উদ্ধার করা হয়। সেই লাশের পরিচয় পেয়েছে পুলিশ। তার নাম আশা চৌধুরী। তিনি টিভি অভিনেত্রী ছিলেন।
মঙ্গলবার দুপুরে অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন দারুসসালাম থানার এসআই সোহান আহমেদ। তিনি জানান, মিরপুরে টেকনিক্যাল মোড় সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। সেখানে ময়নাতদন্তের কাজ চলছে।
প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই জানান, একটি ট্রাক আশাকে ধাক্কা দিয়ে চলে যায়। সোমবার রাত ১টা থেকে ২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আশা। এদিকে নাট্যনির্মাতা রোমান রুনি সংবাদমাধ্যমকে জানান, রাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আশার মৃত্যু হয়।
শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ টেলিফিল্মের মাধ্যমে ছোটপর্দায় নাম লেখান আশা চৌধুরী। তারপর থেকেই নিয়মিতভাবে টিভিতে কাজ করে আসছিলেন তিনি।