avertisements 2

মামলা ছাড়া আর কোনো উপায় ছিলোনা: ন্যান্সি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৩৮ পিএম, ৪ জানুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ১০:০২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

সম্প্রতি বাংলার অত্যন্ত স্বনামধন্য ও জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবরে বিরুদ্ধে আরেক সংগীত শিল্পী ন্যান্সির দায়ের করা মা/ন/হা/নি/র /মা/ম/লা/য় সমন জারি করেছেন আদালত। আজ রবিবার (০৩ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওয়াজেদ আলী। ১৪ ফেব্রুয়ারি আসিফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।

 

এর আগে গত বছরের ১০ জুলাই থানায় অভিযোগ দায়ের করেন সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ন্যান্সির দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ন্যান্সির কণ্ঠ সফলতায় /হিং/সা/ত্মক ম/নো/ভাব পো/ষণ করে এবং ন্যান্সির গাওয়া কিছু গানের অনুমতি বিহীন বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে স্বত্ব বিক্রির বিষয়ে আপত্তি জানালে ন্যান্সির প্রতি জেদ পোষণ করে বিবাদী আসিফ আকবর বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউব, রেডিও ও টিভি চ্যানেলে ন্যান্সির বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে আসছেন।

আসিফ আকবর ন্যান্সির গাওয়া ১২টি গান অনুমতি না নিয়ে স্বত্ব বিক্রি করে দেন। ন্যান্সি তার ১২টি গানের স্বত্ব দাবি করলে বিবাদীর রোষানলে পড়েন। এমতাবস্থায় বিবাদী আসিফ আকবর বিভিন্ন তারিখ ও সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন ইউটিউব ও টিভি চ্যানেলে বিভ্রান্তিকর তথ্যসহ কুরুচিপুর্ণ মন্তব্য করা শুরু করেন। ন্যান্সিকে মি/থ্যু/ক, মানসিক ভারসাম্যহীন বলে অপমান ও মিথ্যা/চা/র করেন।

ন্যান্সির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতে প্রসিকিউশন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) ওয়াজেদ আলী।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, আসিফ ভাইয়ের বিরুদ্ধে আমি নিরুপায় হয়ে অভিযোগ করেছি। অভিযোগ করার কোনো ইচ্ছাই আমার ছিলোনা। কিন্তু পিছাতে পিছাতে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিছু করার থাকেনা। একজন সিনিয়র শিল্পী যখন জুনিয়র শিল্পীকে ক্রমাগত আক্রমণ করছে তা মেনে নেওয়া যায় না। মামলা করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার।

তবে এ ব্যাপারে সংগীত শিল্পী আসিফ আকবরের সাথে জানতে চাইলে তিনি জানান, মামলা হওয়ার মতো তাদের সাথে এমন কোনো কিছুই ঘটেনি। ন্যান্সির সঙ্গে তার সম্পর্ক ভালো, হয়তো কোনো কারনে সে রাগ করেছে। এ সময়ে তিনি আরও জানান, গত ৩১ ডিসেম্বর আদালতের সমন হাতে পেয়েছেন তিনি। তবে ময়মনসিংহে যাওয়ার দিন ন্যান্সির বাসায় দুপুরের খাবার খাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও নিশ্চিত করেছেন এই তারকা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2