ফেসবুক অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ
প্রধান বিচারপতির পদত্যাগ দাবী করা আইনজীবীকে তলব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৩৫ পিএম, ১৩ জানুয়ারী,সোমবার,২০২৫
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের পদত্যাগ দাবি করে ফেসবুকে ‘অবমাননাকর’ মন্তব্য করায় সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে তলব করেছেন আপিল বিভাগ। তার নাম মো. আশরাফুল ইসলাম আশরাফ।
এই আইনজীবীর বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না- আপিল বিভাগে তাকে হাজির হয়ে সেই ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আগামী ৮ আগস্ট সকাল সাড়ে ৯টায় আপিল বিভাগে (এক নম্বর বিচার কক্ষে) সশরীরে হাজির হয়ে তাকে ব্যাখ্য দিতে হবে। সেই সঙ্গে ওইদিন পর্যন্ত তাকে আইন পেশা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া আইনজীবী আশরাফের ওই ফেসবুক পোস্ট অপসারণ করে তার সবগুলো ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার আইনজীবী আশরাফুল ইসলাম আশরাফের ফেসবুক পোস্টটি অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন আদালতের নজরে আনলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজলও আদালতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।