হঠাৎ খিঁচুনি ও অতিরিক্ত রক্তবমির পর জবির এক শিক্ষার্থীর মৃত্যু
হঠাৎ খিঁচুনি ও অতিরিক্ত রক্তবমির পর জবির এক শিক্ষার্থীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০২:৩২ এএম, ১৪ সেপ্টেম্বর,রবিবার,২০২৫

হঠাৎ খিঁচুনি ও অতিরিক্ত রক্তবমির পর মারা যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ও ইনস্টিটিউটের (আইইআর) তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাহাত আরা মিমি (২২)।
সোমবার সকালে বগুড়ার গ্রামের বাড়িতে মিমির দাফন সম্পন্ন হয়েছে। এর আগে গতকাল রবিবার (১১ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রিমির মা জানান, বেশ কিছুদিন ধরেই রিমি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তিনি খেতে পারতেন না। জ্বরও ছিল। হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেন দেওয়ার জন্য তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর সেখানেই খিঁচুনি ওঠে এবং মুখ দিয়ে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।
রিমির সহপাঠীরা জানিয়েছেন, বছরখানিক ধরে রিমি শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। কিন্তু নির্দিষ্ট কোনো রোগ ধরা পড়েনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান দুঃখ প্রকাশ করে বলেন, আমি একটু আগেই বিষয়টি জেনেছি। তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, তার অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। যেকোনো প্রয়োজনে তার পরিবারের পাশে আমরা দাঁড়াব।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা

ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বিষয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা
