avertisements 2

ব্রিফিংয়ে টিকার দাম বলায় অতিরিক্ত সচিবকে ওএসডি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৯:০৮ এএম, ১৮ সেপ্টেম্বর, বুধবার,২০২৪

Text

চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব সম্প্রতি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন পায়। এরপর এক ব্রিফিংয়ে এসে অতিরিক্ত সচিব শাহিদা আকতার প্রতি ডোজ টিকা কত করে কেনা হয়েছে সেই গোপন তথ্য প্রকাশ করে দেন। এই দাম জানানোর পর টিকা নিয়ে কিছুটি জটিলতা তৈরি হয়েছে বলে গণমাধ্যমে খবর বের হয়।

সেই আলোচনার মধ্যেই গত ১ জুন শাহিদা আকতারকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে অন্য আদেশের মতো জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে সরকারি সূত্রগুলো বলছে, মূলত টিকার দাম জানিয়ে দেওয়ায় উদ্ভূত পরিস্থিতির কারণেই তাকে ওএসডি করা হয়েছে।

উল্লেখ্য, চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্ম থেকে বাংলাদেশ করোনাভাইরাসের দেড় কোটি টিকা কিনতে যাচ্ছে। বাণিজ্যিক চুক্তির আওতায় প্রথম চালানে সিনোফার্মের ৫০ লাখ টিকা জুনে দেশে আসার কথা। তিন মাসে সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি টিকা কিনতে দুই পক্ষের মধ্যে তিনটি চুক্তি সইয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে, রোববার টিকাটির জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2