avertisements 2

খালেদা জিয়ার সুস্থতা কামনা ফিলিস্তিন রাষ্ট্রদূতের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ মে,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৫৪ এএম, ১১ সেপ্টেম্বর, বুধবার,২০২৪

Text

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। বুধবার (২৬ মে) দুপুরে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে বিএনপির জরুরি ওষুধ সহায়তা গ্রহণ করেন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। এসময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় বিএনপি ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত এই সময়ে আপনাদের উপহার পেয়ে। ফিলিস্তিনের জনগণ আপনাদের উপহার কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করছে। আমরা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এর আগে ফিলিস্তিনের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতি উপহার দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের হাতে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2