avertisements 2

আজ রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ এপ্রিল,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৪:৫৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। ওই সূত্র জানায়, রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হবে।

দ্বিতীয় দফা করোনা পজিটিভ হওয়ার পর গত দুদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমে কোনো তথ্য দেননি তার চিকিৎসকরা। গতকাল (সোমবার) রাত ১১টার দিকে খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তার বাসায় যান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাত পৌনে ২টার দিকে খালেদা জিয়ার বাসা থেকে বের হন তারা।

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত বিষয়ে জানতে চাইলে ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘ম্যাডামের ব্যাপারে কোনো তথ্য দেয়ার থাকলে আমরা ব্রিফ করে জানাবো।’ বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার জানা নেই। যেসব উৎসাহী মানুষ আপনাদের তথ্য দেয়, তাদের জিজ্ঞেস করেন।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2