avertisements 2

কোভিড ১৯ রোগের তীব্রতা আরো বেড়েছে, রোগীরা খুব দ্রুত মৃত্যুবরণ করছে : আইইডিসিআর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩৬ পিএম, ১৮ এপ্রিল,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৫৭ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

কোভিড ১৯ রোগের তীব্রতা আরো বেড়েছে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এছাড়া প্রতিষ্ঠানটি দাবি করেছে, আক্রান্ত রোগীরা খুব দ্রুত মৃত্যুবরণ করছে। প্রতিষ্ঠানটির একটি গবেষণা সূত্রে এ তথ্য জানা গেছে ।

২৮শে জানুয়ারি থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত দেখা যায়, রোগীদের হাসপাতালে ভর্তির হার ছিল ৪৪%। মৃতদের মধ্যে ৫২% উপসর্গ শুরুর ৫ দিনের মধ্যেই হাসপাতালে ভর্তি হয়েছিলো। মৃত রোগীদের মধ্যে ৪৮% হাসপাতালে ভর্তি হওয়ার ৫ দিনের মধ্যে মারা গেছেন। ১৬% মৃত্যুবরণ করেন ভর্তির ৫-১০ দিনের মধ্যে। গত বছরের চেয়ে নারীরা বেশি মৃত্যুবরণ করছে। এছাড়া এই সময়ে দেশে মানসিক সমস্যাও বেড়ে যাচ্ছে।।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2