জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জনপ্রিয় জুটি ফারুক কবরী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০১ এএম, ১৭ এপ্রিল,শনিবার,২০২১ | আপডেট: ১১:৫৬ পিএম, ১২ জুলাই,শনিবার,২০২৫

চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় সেলুলয়েডে তাদের জুটি বহুকাল সিনেমাপ্রেমীদের আনন্দ দিয়েছে। সময়ের বিবর্তনে বাংলা চলচ্চিত্র কালে কালে বহু জুটির অভিনয় দেখেছে। তবে ফারুক-কবরী জুটি এখনো স্মৃতিজাগানিয়া। সেই বহুকালের চেনা জুটি এখন দুই দেশে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দুজনেই আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
ষাট-সত্তর দশকের সময়টাতে স্বর্ণযুগ ছিল চলচ্চিত্রের। ফারুক-কবরী জুটি ছিল প্রশংসা ও সাফল্যের। তাদের অভিনয় সিনেমাপ্রেমীদের কখনো আনন্দে কখনো বেদনায় ভাসিয়েছেন।
গত ১৪ মার্চ থেকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে রয়েছেন চিত্রনায়ক ফারুক। আর দেশে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন দর্শকনন্দিত চিত্রনায়িকা সারাহ বেগম কবরী। চিত্রনায়ক ফারুক আইসিইউতে অচেতন অবস্থায় থাকলেও বৃহস্পতিবার (০৮ এপ্রিল) চিকিৎসকের ডাকে সাড়া দিয়েছেন। গত কয়েকদিনের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
অন্যদিকে চিত্রনায়িকা কবরী রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি না থাকায় বৃহস্পতিবার দুপুরে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। কঠিন সময় কাটিয়ে জনপ্রিয় এই জুটি আবারো সুস্থ জীবনে ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী, লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতির

আল জাজিরার প্রতিবেদন: হাসিনার পতনে ভূমিকা রাখা র্যাপ-মিম কি নতুন রাজনৈতিক আবহের জন্ম দিচ্ছে?

এনবিআরের প্রথম সচিব তানজিনা সাময়িক বরখাস্ত

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন
