avertisements 2

পুলিশকে ফের অস্থির করার পাঁয়তারা বেনজীরের, বিচারের দাবি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ ফেব্রুয়ারী,সোমবার,২০২৫ | আপডেট: ১২:২৪ পিএম, ১১ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৫

Text

ফাইল ছবি

পুনর্গঠিত পুলিশকে আবারও অস্থির করার পাঁয়তারা করছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি।
বিজ্ঞাপন

রোববার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানায়। 

বিবৃতিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলদাস, হত্যা, গুম, অপহরণ, দুর্নীতি মামলার পলাতক আসামি বেনজীর অজ্ঞাতবাস থেকে পুলিশ বাহিনীকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
বিজ্ঞাপন

‘পুনর্গঠিত পুলিশকে আবারও অস্থির করার পাঁয়তারা করছেন বেনজীর। অনেক পুলিশ কর্মকর্তাকে তিনি আগের মতোই বিপদে ফেলে ফায়দা নিতে চান। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি বিশ্বাস করে, পুলিশ আর কারও পাতানো ফাঁদে পা দেবে না।’

বিবৃতিতে তিনটি দাবি জানানো হয়। সেগুলো হলো- 

১. অবিলম্বে বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো।
বিজ্ঞাপন

২. বেনজীরের সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে প্রদান এবং আহত ব্যক্তিদের চিকিৎসায় ব্যয় করা।

৩. বেনজীর আহমেদ, শেখ হাসিনা ও শীর্ষ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সব হত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করে সাজা নিশ্চিত করা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2