পুলিশ, র্যাব ও আনসারের জন্য নতুন পোশাক নির্ধারণ
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ২০ জানুয়ারী,সোমবার,২০২৫ | আপডেট:  ০৭:৩৯ পিএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    সংগৃহীত ছবি
পুলিশ বাহিনীর সংস্কার আলোচনার মধ্যেই পুলিশ, র্যাব এবং আনসার সদস্যদের পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে এই তিন বাহিনীর মন মানসিকতায় পরিবর্তন আসবে বলে তিনি মন্তব্য করেছেন।
আজ সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে তিন বাহিনীর পোশাক নির্ধারণ করা হয়।
উপদেষ্টা বলেন, ‘পোশাকের সিদ্ধান্ত হয়ে গেছে। আমরা বিজিবির জন্য একটি, পুলিশের জন্য একটি এবং আনসারের জন্য একটি পোশাক নির্ধারণ করেছি। তিনটি পোশাকই আজকে নির্ধারণ করেছি।’
 
বৈঠকে পুলিশ, আনসার এবং র্যাবের প্রতিনিধি দল ১৮ ধরণের নতুন ডিজাইনের পোশাক পরে বৈঠকে প্রবেশ করেন।
সেখান থেকে পুলিশ, র্যাব ও আনসারের জন্য তিনটি নতুন ডিজাইনের পোশাক বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আবার পোশাক বদলাতে গিয়ে বড় ধরণের টাকার চাপ যেন না পড়ে এজন্য ধীরে ধীরে বাস্তবায়ন করার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘পোশাক যখন দেওয়া হচ্ছে, এভাবে আস্তে আস্তে আমরা দিয়ে দেব। যেন বড় ধরনের সমস্যা না হয়।’
অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনী সংস্কারের অংশ হিসেবে শুরু থেকেই পোশাক পরিবর্তনের কথা বলে আসছিলো।


                                    
                                    
                                    
                                    
                                    


