একাধিক বিয়ে: স্ক্রিনশট থেকে কী বুঝে নিতে বললেন সোহেল তাজ?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫ | আপডেট: ০৪:৩৮ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫
সম্প্রতি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বাগদান সম্পন্ন করেছেন। গত রবিবার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে ৫৫ বছর বয়সে আংটি বদল করেন তিনি। কনে হচ্ছেন আয়রন গার্লখ্যাত শিমু। তিনি সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার।
বাগদানের একটি ভিডিওচিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ নিয়ে শুরু হয় আলোচনা ও সমালোচনা। অনেকেই বলতে শুরু করেন এটি সোহেল তাজের সপ্তম বিয়ে।
নেটিজেনদের কেউ কেউ দাবি করেন, সোহেল তাজের প্রথম স্ত্রী ছিলেন কঙ্কা করিম। তার সঙ্গে বিয়ে টিকেছে ২০ বছর। কঙ্কা করিম সোহেল তাজের ছয় বছরের বড় ছিলেন। ১৭ বছর বয়সে ২৩ বছরের কঙ্কা করিমকে বিয়ে করেছিলেন তিনি! দ্বিতীয় স্ত্রী ছিলেন এক আমেরিকান নারী! যার সঙ্গে সংসার টিকেছিল দুই বছর! তৃতীয় বউ এক বুলগেরিয়ান নারী! এক বছর দুই মাস টিকেছিল এ সংসার! চতুর্থ বউ এক কাশ্মীরি কন্যা! যিনি ঢাকার একটি প্রাইভেট মেডিক্যালের ২২ বছর বয়সী শিক্ষার্থী! সাত মাসের মতো টিকেছিল বিয়ে! পঞ্চম স্ত্রী এক আমেরিকান ক্যাসিনো গার্ল! এই বিয়ে মাত্র দেড় মাসের মতো টিকেছিল! ষষ্ঠ স্ত্রী একজন ঢাকাই বিহারি নারী! এই বিয়ে তিন মাস টিকেছিল! সপ্তম স্ত্রী হিসেবে স্থান পেলেন জিম ট্রেইনার শাহনাজ পারভীন শিমু!
অবশেষে এ নিয়ে কথা বলেছেন সোহেল তাজ।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ বিষয়ে একটি স্ট্যাটাস পোস্ট করেন তিনি। এতে তিনি বলেন, ‘আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে- আমি কিছুই বলব না, কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। ২টি কমেন্ট শেয়ার করলাম, তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা।’
তিনি আরো বলেন, ‘গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াসড নব্য কাওয়া বডিলীগ-এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি। নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই- আমি আপনাদেরকে চিনি।
আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব- অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেইজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম-উপলব্ধি আত্ম-সমালোচনা করে অনুশোচনা করার।’