ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে গুজব ছড়াচ্ছে রিপাবলিক বাংলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ নভেম্বর,সোমবার,২০২৪ | আপডেট: ১০:৩৫ পিএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা। সংবাদমাধ্যমটির ফেসবুকে এক ভিডিও প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূস দেশ ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প জয় পাওয়ায় আর বাংলাদেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার বিকেল পৌনে ৫টার দিকে সংবাদমাধ্যমটির ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করা হয়।
এতে উপস্থাপিকাকে বলতে শোনা যায়, বাংলাদেশে নেই মুহাম্মদ ইউনূস। এখন তাহলে কোথায় রয়েছেন ইউনূস? ফ্রান্সে মুখ লুকিয়েছেন নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান? ট্রাম্পের প্রত্যাবর্তনে ভ্যানিশ ইউনূস? আদৌ কি দেশে ফিরবেন মুহাম্মদ ইউনূস? তিনি তো প্যারিস থেকেই দেশে এসেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে। এখন কেন তাহলে নেই বাংলাদেশে?
এরপর বার্তাকক্ষের সঙ্গে যুক্ত হন সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। তিনি দাবি করেন, বুধবার প্যারিসে গিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
সেখানে বসেই মার্কিন নির্বাচনের ফলাফলে নজর রাখছিলেন। নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে প্রধান উপদেষ্টার দেশত্যাগের তথ্য সঠিক নয় বলে নিশ্চিত হয়েছে কালের কণ্ঠ। গত কয়েক দিনে প্রধান উপদেষ্টার কোনো রাষ্ট্রীয় বা ব্যক্তিগত কাজে বিদেশ সফরের সংবাদ পাওয়া যায়নি।
গতকাল বুধবার কালের কণ্ঠের প্রকাশিত সংবাদে দেখা গেছে, ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি প্রধান মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেন।
একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের দুই ভাই রমজান আলী ও আবু হোসেনের সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে দেশের প্রায় সবগুলো গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিকস বিভাগের সেমিনারে অংশ নিয়ে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা। এ সব কিছু প্রমাণ করে দেশেই আছেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

তরুণরা সক্রিয় থাকলে কোনো সমস্যাই অমীমাংসিত থাকতে পারে না : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আ.লীগের নেতা-কর্মীদের হামলার চেষ্টা

ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বিষয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা
