avertisements 2

নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০৪:১১ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী  এবং বাংলাকথার নিয়মিত অতিথি  লেখক মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ বৃহস্পতিবার প্রেসিডেন্ট তাকে নিয়োগ দেন। এর আগে গতকাল দুপুরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে প্রেসিডেন্ট বরাবরে অব্যাহতিপত্র দেন । 

আইনজীবী মো: আসাদুজ্জামান বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। অতীতে বিভিন্ন সময় বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে যেসব মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরা হতো, সেখানে তাকে ভূমিকা রাখতে দেখা গেছে। তার আদি বাড়ী ঝিনাইদহের শৈলকূপা উপজেলায়। এদিকে বাংলাদেশের নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাকথার সম্পাদক মন্ডলীর সভাপতি এনাম হক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2