avertisements 2

রেললাইনে আবর্জনা, আটকে গেলো ডেমু ট্রেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০২ এএম, ২৪ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৩:৫১ এএম, ২১ আগস্ট,বৃহস্পতিবার,২০২৫

Text

ষোলশহরে একটি ময়লার ভাগাড় রেল রুটে পড়ে থাকায় চট্টগ্রাম থেকে নাজিরহাটগামী একটি ডেমু ট্রেনকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ষোলশহরের আমিন জুট মিলে এ ঘটনা ঘটে।

ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাকির হোসেন জানান, সিটি করপোরেশনের একটি ময়লার ভাগাড়ের কিছু অংশ রেল রুটে পড়ে থাকায় ডেমু ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হয়। পরে ময়লার ভাগাড়টি সরোনার পর ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে চলে যায়।

নাজিরহাটগামী কমিউটার ট্রেনটি (ডেমু) চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছেড়ে যায়। আর ট্রেনটি নাজিরহাটে পৌঁছে রাত ৮টা ১৫ মিনিটে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2