avertisements 2

চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ নভেম্বর,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১০:১৫ এএম, ২৩ এপ্রিল, বুধবার,২০২৫

Text

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বাস ও অটোরিকশার সংষর্ঘে শিশুসহ সাতজন নিহত হয়েছে।

মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন খান জানান, দুপুর পৌনে ১২টার দিকে চারিয়া এলাকায় খাগড়াছড়িগামী একটি বাসের সাথে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা শিশুসহ সাতজন নিহত হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যাচ্ছেন বলে জানান তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2