avertisements 2

সিডনিতে সড়ক দূর্ঘটনায় আহত বাংলাদেশী ছাত্র রিফাতের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:০৪ পিএম, ৬ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ১১:২৩ পিএম, ১০ আগস্ট, বুধবার,২০২২

Text

২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারী সিডনির বেলমোরে ভয়াবহ সড়ক  দূর্ঘটনায় আহত হয় বাংলাদেশী ছাত্র রিফাত মোস্তফা।আহত হওয়ার পর থেকে  দীর্ঘ চার বৎসর গভীর কোমায় আচ্ছন্ন ছিলো। পরিবার ও স্বজনদের আশা ছিলো অলৌকিক কিছু ঘটবে, রিফাতের জ্ঞান ফিরবে, সুস্হ হয়ে উঠবে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। গত ২ নভেন্বর  সিডনির ব্লাকটাউন হসপিটালে কোমায় আচ্ছন্ন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৫ বৎসর।আজ ৬ নভেন্বর শুক্রবার জুম্মার নামাজের পর  রুটিহিল মসজিদে মরহুম রিফাতের নামাজে জানাজা সম্পন্ন হয়। সিডনিতে বসবাসরত রিফাতের  বড় ভাই রাশেদ মোস্তফার বরাতে  জানা যায় মৃতদেহ দেশে প্রেরনের  প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য যে, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারী সিডনির বেলমোরের (বাংলাদেশী অধ্যুষিত ল্যাকেম্বার পার্শ্ববর্তী এলাকা) ক্যান্টারবারী রোডে  দিবাগত রাত ৩:৪০ মিনিটের ঐ  সড়ক দুর্ঘটনায় ছাত্র ফাহিম রহমান অনিক ও সাকলায়েন হাসান উৎস নামে দুই বাংলাদেশি নিহত হয়। ঐ সময়  রিফাত মোস্তফা গুরুতর আহত হয়ে  পর্যায়ক্রমে সেন্ট জর্জ হাসপিটাল, লিভারপুল হাসপিটাল এবং ব্লাকটাউনের গ্রুপ হোম কেয়ারে চিকিৎসাধীন ছিলো।সে ২০১৪ সালে সিডনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (ইউটিএস) ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্সে অধ্যায়ন করতে অষ্ট্রেলিয়া আসেন।
ছবি ও সূত্রঃ নবধারা নিউজ

avertisements 2