avertisements 2

সিডনিতে প্রবাসী বাংলাদেশী সংবাদ মাধ্যম ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০২:২০ পিএম, ২১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫

Text

সিডনিতে প্রথমবারের মতো   Multicultural and Indigenous Media Awards (MIMA) প্রদান করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে অস্ট্রেলিয়ার প্রবাসী কম্যুনিটির ১৬টি মিডিয়া অংশগ্রহন করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ আহমেদ জামাল, সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজির সাংবাদিকতা বিভাগের প্রফেসর ডঃ দেবলীনা ঘোষ, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ বদরুল খান, এবং মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া আহমেদের সমন্বয়ে ৪ সদস্য বিশিষ্ট একটি যাচাই-বাছাই প্যানেল ৫ টি ক্যাটাগরিতে নিম্নোক্ত সংবাদ মাধ্যম ব্যক্তিত্বকে ২০২২ সালের জন্য পদক প্রদানের জন্য মনোনিত করেন। সাংবাদিক ও প্রাবন্ধিক হিসেবে পদক পান প্রখ্যাত কলামিস্ট অজয় দাশগুপ্ত, প্রিন্ট মিডিয়ায় অনবদ্য অবদানের জন্য পদক পায় মুক্তমঞ্চ পত্রিকা ও সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম, অনলাইন সংবাদ মাধ্যম হিসেবে পদক পায় প্রশান্তিকা ও সম্পাদক আতিকুর রহমান শুভ, সাংবাদিক হিসেবে এবছরের পদক জিতে নেন বিডি প্রতিদিন ও সিডনি প্রতিদিনের আবু নাঈম আব্দুল্লাহ, ডকুমেন্টরি চলচিত্রে আব্দুল কাউয়ুম।


Multicultural and Indigenous Media Awards (MIMA)এর সভাপতি শওকত মোসেলমান এমপি'র সভাপতিত্বে নিউ সাউথ ওয়েলসের সংসদের সেমিনার কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময়ে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী সাংবাদিক, সংবাদ মাধ্যম ব্যক্তিত্ব, সামাজিক-সাংস্কৃতিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অস্ট্রেলিয়ার সিডনিতে নবনিযুক্ত কনসাল জেনারেল শাখাওয়াত হোসেইন, সর্বজনাব গামা আব্দুল কাদির, টিটো সোহেল। পদক অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজনে ছিলো  অস্ট্রেলিয়া বাংলাদেশ মিডিয়া ও প্রেস ক্লাব। ক্লাবের সভাপতি মোঃ রহমতুল্লাহ ও সাধারন সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ টুটুল, সহ-সভাপতি কাজী সুলতানা সিমি এসময় বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন, কনসাল জেনারেল শাখাওয়াত হোসেইন, সিডনির মেয়রের প্রতিনিধি কাউন্সিলর রবার্ট কক, কম্যিউনিটি ব্রডকাস্টিং এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার জানা গিবসন, ডঃ দেবলীনা ঘোষ, আদিবাসী মুরুব্বীদের (Indigenous Elder) প্রতিনিধি আন্টি ডোনা ইনগ্রাম, টিটো সোহেল। অনুষ্ঠানটি উপাস্থপনা সাইমা আফ্রিক। 


 Multicultural and Indigenous Media Awards (MIMA), Parliament of NSW and Australia Bangladesh Press and Media Club Inc. পদক প্রাপ্তিতে এসময় অনুভূতি প্রকাশ করেন বর্ষীয়ান কলামিস্ট অজয় দাশগুপ্ত, মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম, প্রশান্তিকার সম্পাদক আতিকুর রহমান শুভ, সাংবাদিক আবু নাঈম আব্দুল্লাহ ও ডকুমেন্টরি ও কনটেন্ট ক্রিয়েটর আব্দুল কাউয়ুম। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা করেন নৃত্যশিল্পী সাফায়ার। বিশেষ সম্মাননা দেয়া হয় সমাজকর্মী আফরিনা চৌধুরী ও টপ আপ প্লাজাকে। পদক অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক মিডিয়া ব্যক্তিত্ব, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2