avertisements 2

নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমির মা কালী আরাধনা

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৪৮ পিএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২

Text

গত ৭ ই নভেম্বর ২০২১ সিডনির বাঙালি কমিউনিটির প্রানপ্রিয় সাংস্কৃতিক সংগঠন- নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমি সিডনির অদূরে ব্যাক্সলী ম্যানোর হল, ব্যাক্সলীতে আয়োজন করেছিলো মা কালী আরাধনা। অতি সম্প্রতি বাংলাদেশে দুর্গাপূজায় সাম্প্রদায়িক সহিংসতার পরিপ্রেক্ষিতে এক প্রতীকী প্রতিবাদী পূজার রূপ ধারণ করে এই মা কালী আরাধনা। একাডেমির প্রিতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মৌসুমী সাহার নেতৃত্বে এই কালী পূজার আয়োজন করা হয়।  বিকেল তিনটা থেকে শুরু করে রাত ১১ টা অবধি পূজা ও তার সাথে নাচ, গান ও কবিতা আবৃত্তি দিয়ে সাজানো হয়েছিল এই আয়োজনটি। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির ভাইস প্রেসিডেন্ট শ্রী রাজেশ সাহা।একটিভ টিমের অন্যান্য সদস্যরা হলেন শান্তনু বিশ্বাস, শুভ সাথী, সুদীপ্ত ঘোষ, কল্লোল শর্মা, অভিজিৎ সাহা প্রমুখ। পুজো শুরু হয় বিকেল ৪.৩০ এ, ভোগ আরতি শুরু হয় বিকেল ৫.৩০ মিনিটে। পুস্পাঞ্জলিতে এবারে শতাধিক লোক অংশগ্রহণ করেন।

এর পর মৌসুমী সাহার নির্দেশনায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব । অনুষ্ঠানটি উপস্থাপন করেন প্রণব আচার্য। "ফাগুন হাওয়ায় করেছো যে দান" গানের সাথে নৃত্য পরিবেশন করেন তৃষ্ণা সরকার। এ ছাড়াও অনুষ্ঠান জুড়ে মনোরম নৃত্য পরিবেশন করেন মৌসুমী সাহা, কুমকুম সরকার, অহনা সাহা, স্নেহ সাহা ও অর্পিতা ঘোষ। কবিতা আবৃত্তি করেন প্রণব আচার্য। এক পর্যায়ে সবাই সারিবদ্ধ ভাবে দাড়িয়ে মা কালীর প্রতীক হস্তান্তর করে বাংলাদেশে দূর্গা পূজায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ করেন। 

এবারের প্রসাদের বিশেষত্ব ছিলো  তিলের নাড়ু, গুড়ের নাড়ু, চিনির নাড়ু, টাটকা নাড়ু সহ হরেক রকমের নাড়ু, মোয়া, ফল প্রসাদ, লুচি, ভোগের প্রসাদ সহ অন্যান্য প্রসাদ। একাডেমির সদস্যদের প্রত্যেকের বাড়িতেই রান্না হয়। নৈশভোজের জন্য ছিলো পোলাও, লুচি, ফুলকপির ডালনা, সয়াবিনের সবজি, পাঁচ মিশালী সবজি, পাতাকপির  ঘন্ট, উচ্ছে ও আলু ভাজি সহ নয় রকম ভাজি ভর্তা সাথে চাটনি। খাবার শেষে রসগোল্লা ও অন্যান্য মিষ্টি পরিবেশন করা হয়।এ ছাড়াও ছিলো পিঠা, পুলি, পায়েস ও মিষ্টান্ন। হলভর্তি দর্শক শ্রোতা একদিকে যেমন অনুষ্ঠান উপভোগ করেছে, অন্যদিকে হরেক রকম দেশি খাবারে পরিতৃপ্ত হয়েছে। অনুষ্ঠান শেষে রাত ১১ টায় নৃত্যাঞ্জলির কর্ণধার মৌসুমী সাহা সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2