avertisements 2

বিডি কমিউনিটি হাব আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা

সিডনির স্হানীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৯ নভেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:৫৩ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

সিডনি তথা নিউ সাউথ ওয়েলসের স্হানীয় কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে কমিউনিটির বিশিষ্টজনরা বলেছেন নির্বাচনে আমাদের কেউ বিজয়ী হলে কমিউনিটি হিসেবে আমরাই শক্তিশালী হবো।
তারা ৪ ডিসেম্বর নির্বাচনে যথাযত নিয়মে নিজেদের ভোটধিকার প্রয়োগের জন্যও কমিউনিটির প্রতি আহ্বান জানান।

সিডনিতে বাংলাদেশীদের সামাজিক সংগঠন  বিডি কমিউনিটি হাবের উদ্যোগে এবং  সংগঠনটির সাধারন সম্পাদক আব্দুল খান রতনের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভার  আলোচনায় অংশ নিয়ে তারা এ মতামত প্রকাশ করেন।

আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত  কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলর মাসুদ চৌধুরী, আবুল সরকার, ইব্রাহিম খলিল মাসুদ, আফজাল হোসেন, আব্দুস সালাম, সুফিউজ্জামান, ক্যানটারবুরি ব্যাঙ্কসটাউন সিটি কাউন্সিল থেকে মাহবুবুর রহমান, আবু সুফিয়ান,  ক্যামডেন সিটি কাউন্সিল থেকে হাসিন জামান ও সৈয়দ সামনান,    লিভারপুল সিটি কাউন্সিল থেকে সৈয়দ হাসানউদ্দিন মাহাদী,সাইফুল ইসলাম, এএসএম মাহবুব মোরশেদ প্রমুখ অংশ নিয়ে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন।   

গত ৬ নভেম্বর (শনিবার) সংগঠনটির নিজস্ব কার্যলয়ে আয়োজিত এই সভায় কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন  সামাজিক সংগঠনের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রবাসী সাংবাদিকসহ সহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্হিত ছিলেন। 

আলোচনায় অংশ নিয়ে সকলেই অস্ট্রেলিয়ার মূলধারায় বাংলাদেশিদের গুরুত্ব বাড়াতে রাজনীতি এবং নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহণ ও জয় নিশ্চিত করার উপর জোর দেন।

Previous Next
 

আগামী ৪ ডিসেম্বর নির্বাচনে  প্রধান তিনটি রাজনৈতিক দল থেকে রেকর্ড সংখ্যাক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী এ বছর মনোনয়ন পেয়েছেন। এর বাইরেও একাধিক বাংলাদেশী প্রার্থী স্বতন্ত্র ভাবে  নির্বাচনে অংশ নিচ্ছেন।

avertisements 2