ক্যাম্বেলটাউন কাউন্সিল নির্বাচনে খলিল মুহম্মদ মাসুদ - কম্যুনিটির কণ্ঠস্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ১০ নভেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:২৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আগামী ৪ঠা ডিসেম্বর নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন কাউন্সিলে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে । এই নির্বাচন আগের তুলনায় বাংলাদেশি কম্যুনিটিতে অনেক বেশি সাড়া ফেলেছে। কারণ এবারের নির্বাচনে বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী দেখা যাচ্ছে। এদের মধ্যে ক্যাম্বেল্টাউন কাউন্সিলে কাউন্সিলর প্রার্থী খলিল মুহম্মদ মাসুদ নতুন কিছু বার্তা নিয়ে মানুষের সামনে হাজির হয়েছেন।
গতকাল মিন্টো এলাকায় একটি মত বিনিময় সভায় খলিল মুহম্মদ মাসুদ বলেন, তাঁর মূল লক্ষ্য ক্যাম্বেল্টাউন স্থানীয় সরকার প্রশাসনে তিনি সকল কম্যুনিটির সাধারণ মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরতে চান। বিশেষ কোন রাজনৈতিক দলের এজেন্ডা নয় বরং সকলের চাওয়া-পাওয়াগুলো কাউন্সিলের কাছে গুরুত্বের সাথে পৌঁছে দিতে চান । তিনি বলেন, কাউন্সিলে সাধারণ মানুষের চাহিদা ও প্রয়োজনের প্রতি বিশেষ নজর রেখে স্থানীয় সরকারকে আরও কার্যকর হতে সহায়তা করাই তাঁর উদ্দেশ্য।
একজন সু-সংগঠক ও সমাজকর্মী হিসবে খলিল মুহম্মদ মাসুদ সবার কাছে পরিচিত মুখ। ক্যাম্বেল্টাউনের অধিবাসীদের সাথে কথা বলে জানা যায়, মানুষের প্রয়োজনে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া তাঁর চরিত্রের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। রাজনীতিকে পেশা হিসেবে নয় বরং সমাজের প্রয়োজন ও মানুষের সহায়তার মাধ্যম হিসেবেই দেখেন তিনি।
এই অভীষ্টকে সামনে রেখে তিনি দশ সদস্যের একটি অরাজনৈতিক স্বতন্ত্র প্যানেল গঠন করেছেন। তাঁর প্যানেলে বিভিন্ন কম্যুনিটির প্রতিনিধি ছাড়াও চারজন মহিলা প্রার্থী রয়েছেন। তাঁর প্যানেলের নাম কম্যুনিটি ভয়েস বা কম্যুনিটির কণ্ঠস্বর । ব্যালট পেপারে উপরের লাইনে এই প্যানেলটি গ্রুপ-ডি হিসেবে উল্লেখ করা থাকবে। প্রার্থীরা হচ্ছেন, হালাবি খালেদ, কারকি সজন, জাবের বেলাল, খান মোরশেদা, সফিউজ্জামান এমডি, হোসাইন খুরশিদা, নাসরিন সুলতানা, সুলতানা শারমিন ও চৌধুরী আফজাল।
আসন্ন নির্বাচনে বাংলাদেশি কম্যুনিটির সকলের কাছে দোয়া চেয়ে সবার সমর্থন প্রত্যাশা করে মত বিনিময় সভায় তিনি বলেন, বহু বছর ধরে মানুষ ও সমাজকে সাথে নিয়ে আমার কাজ ও যাত্রা অব্যাহত রয়েছে। আমি জাস্টিস অব পিস হিসাবে কম্যুনিটির সেবা করে আসছি এবং বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা নিশ্চয়ই ভাবছেন কেন এই আসন্ন নির্বাচনে আমার দলকে ও আমাকে ভোট দেবেন। আমাদের লক্ষ্য হল একটি সুন্দর ভবিষ্যতের জন্য কাউন্সিল এবং কম্যুনিটির মধ্যে আরও ভাল সহযোগিতা নিশ্চিত করা। একটি ভবিষ্যৎ - যে ভবিষ্যৎ মানুষের প্রয়োজনকে স্বীকৃতি দেয়, আদিবাসী ইতিহাস ও ঐতিহ্য সহ আমাদের স্থানীয় এলাকার প্রাকৃতিক ও সাংস্কৃতিক মূল্যবোধ বজায় রাখে, বাংলাদেশি ও মুসলিম কম্যুনিটিকে আরও শক্তিশালী করে তোলে এবং আমাদের পরিবেশ ও টেকসই ভবিষ্যতের পরিকল্পনার উপর দৃষ্টি নিবদ্ধ করে।
তিনি উল্লেখ করেন, আমাদের প্রত্যয় ক্যাম্বেল্টাউনের বাসিন্দাদের উদ্বেগ এবং আকাঙ্ক্ষার প্রতি কাউন্সিলকে দায়বদ্ধ রাখা। আমরা চাই একটি অংশগ্রহণমূলক গণতন্ত্র, আমাদের যুবকদের জন্য সুন্দর পরিবেশ, সুখী পরিবার, সাশ্রয়ী মূল্যের আবাসন এবং নবায়নযোগ্য সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন। আমরা চাই এই কাউন্সিল আগামী প্রজন্মের কাছে বসবাস এবং কাজের জন্য চমৎকার জায়গা হিসেবে সমস্ত অস্ট্রেলিয়ার কাছে একটি উদাহরণ হয়ে উঠুক।