সিডনির গ্লেনফিল্ডে ঈদ আড্ডার আয়োজন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ মে,
বুধবার,২০২১ | আপডেট: ১১:০৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অস্ট্রেলিয়ার সিডনির বাঙালি অধ্যুষিত দক্ষিণ পশ্চিম অঞ্চল ক্যাম্পবেলটাউন সিটি কউন্সিল | এই সিটি কউন্সিল ও আশেপাশের সব সিটি কউন্সিলে বসবাসরত বাঙালি কমিউনিটি একটি সাংস্কৃতিক জোট গঠন করে | গত বাইশে মে ২০২১ গ্লেনফিল্ড কমিউনিটি হলে তাঁরা এক ঈদ আড্ডার আয়োজন করে | ফারিয়া আহমেদ, রুনু রফিক, নিলুফা ইয়াসমিন, শ্যামল, মোস্তাক আহমেদ প্রমুখ শিল্পীদের ঐকান্তিক প্রচেষ্টায় এই জোটের আত্মপ্রকাশ | নেপথ্য থেকে যাঁরা সহযোগিতা করেছেন তাঁরা হলেন রফিক উদ্দিন, নিজাম উদ্দিন, রফিকুল ইসলাম, মিলি ইসলাম, মালিক সাফি জাকি, রতন কুণ্ডু, আবদুস সোবহান, শাহাদাৎ হোসেন, এমদাদ হোসেন, মুস্তাফিজ তালুকদার মঞ্জু প্রমুখ | ঈদ আড্ডায় একক ও দলীয় সংগীত পরিবেশন করেন ফারিয়া আহমেদ, রুনু রফিক, নিলুফা ইয়াসমিন, শিমা আহমেদ, সুলতানা নূর, শ্যামল ও অন্যান্য শিল্পী বৃন্দ | অনবদ্য নৃত্য পরিবেশন করেন পূরবী পারমিতা বোস. তারা ও সারিকা | কবিতা আবৃত্তি করেন- খাইরুল চৌধুরী, রতন কুণ্ডু ও বিটিভির প্রখ্যাত উপস্থাপিকা - সংবাদ পাঠিকা নাসিমা আক্তার | একটি হাস্য রসাত্মক নাটিকা পরিবেশন করেন ফারিয়া ও মোস্তাক | মালিক সাফি জাকি ও মোস্তাক আহমেদ একটি একাংকিকা পরিবেশন করেন | এ ছাড়াও আগত অতিথিদের অংশগ্রহণে কয়েকটি মজার ইভেন্টও উপস্থিত দর্শক শ্রোতাদের আপ্লুত করে | পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানে তবলায় সঙ্গত দেন সাকিনা আক্তার | মিউজিক ও শব্দ নিয়ন্ত্রনে ছিলেন মিঠু |
আয়োজকরা অতিথি শিল্পীদের ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন |
হলভর্তি দর্শকেরা সাংস্কৃতিক সন্ধ্যাটি প্রাণ ভরে উপভোগ করেন | আগত অতিথিদের সবাইকে সান্ধ্যকালীন চা ও নৈশভোজে আপ্যায়ন করা হয় |-সংবাদ বিজ্ঞপ্তি