avertisements 2

হার্ভার্ড ল জার্নালের প্রথম মুসলিম প্রেসিডেন্ট নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৫ পিএম, ৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৬:৫০ পিএম, ১৬ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৪

Text

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ১৩৪ বছরের ইতিহাসে প্রথম বারের মতো হার্ভার্ড ল রিভিউ জার্নালের প্রেসিডেন্ট হিসেবে প্রথম বারের মতো একজন আমেরিকান মুসলিম নির্বাচিত হয়েছেন। মিশরীয় বংশোদ্ভূত লস অ্যাঞ্জেলাসের অধিবাসী হার্ভার্ড ল স্কুলের সাবেক শিক্ষার্থী হাসান সাহায়ি যুক্তরাষ্ট্রের আইন বিষয়ক সর্বাধিক প্রভাবশালী জার্নালের প্রধান হিসেবে নিয়োগ পান। খবর রয়টার্সের।

রয়টার্সের খবরে বলা হয়েছে, হাসান হার্ভার্ড ল রিভিউ জার্নালের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইনবিদরা এ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ল রিভিউ জার্নালে কাজ করেন।

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পদে আসীন হয়ে হাসান সাহায়ি বলেন, তাঁকে নির্বাচনের মাধ্যমে আইন বিষয়ক অ্যাকাডেমিক কার্যক্রমে বৈচিত্র্যময়তার স্বীকৃতি বৃদ্ধির প্রমাণ পাওয়া যায়। এর মাধ্যমে ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ আরো বাড়বে।

যুক্তরাষ্ট্রের উচ্চ আদালতের রুথ বদর ও জিন্সবার্গ অ্যান্তোনিন স্কালিয়া ল জার্নালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে ল রিভিউর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে সুসান ইস্ট্রিস নির্বাচিত হন। এছাড়াও ২০১৭ সালে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে নির্বাচিত হন।

ল স্কুলের শীর্ষ পদাধিকারী হয়ে হাসান আইন বিষয়ক নানা ইস্যুতে কাজ করবেন। এক ‍বিবৃতিতে তিনি বলেন, আমেরিকানদের বক্তব্যে নিপীড় হিসেবে থাকা জনগোষ্ঠী থেকে এসে আমি আশা করি, এই প্রতিনিধিত্ব সামান্যতম হলেও অবস্থার উন্নতি করবে।

মিশরীয় বংশোদ্ভূত হাসান সাহায়ি ২০১৬ সালে ইতিহাস ও নিকট-প্রাচ্য পাঠ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর রোডস বৃত্তি নিয়ে ইসলামী আইন ও প্রাচ্যবাদ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান।

সূত্র : রয়টার্স

বিষয়: হার্ভার্ড

আরও পড়ুন

avertisements 2