জাপানে দশ বছর ধরে মেয়ের ফ্রিজে লুকানো মায়ের লাশ পাওয়া গেল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:২৫ এএম, ১ ফেব্রুয়ারী,সোমবার,২০২১ | আপডেট: ০২:২৮ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
আটক নারী, ৪৮ বছর বয়স্ক ইউমি ইওশিমো বলেছেন দশ বছর আগে তার মা মারা গেলে মায়ের মৃতদেহ তিনি লুকিয়ে রাখেন কারণ টোকিওতে যে ফ্ল্যাটে তারা মা মেয়ে একসাথে থাকতেন, তিনি "সেই ফ্ল্যাট ছাড়তে চাননি''।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ পেয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার শরীরের কোন আঘাতের চিহ্ন নেই। কিন্তু ওই মহিলা কখন এবং কীভাবে মারা গেছেন, কর্তৃপক্ষ এখনও সেটা বের করতে পারেনি।