ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: সৈকতে ভাসছে লাশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৭ পিএম, ১০ জানুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০১:৩২ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর নিখোঁজ হওয়া যাত্রীবাহী উড়োজাহাজটির কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে জাভা সমুদ্র সৈকতে পাওয়া গেছে আরোহীদের লাশের খণ্ডাংশ।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, উড়ানে থাকা ৬২ আরোহীর সবার ব্যাপারে এখনো তথ্য পাওয়া যায়নি। তারা মারা গেছেন বলে শঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি-মেইল জানিয়েছে, দ্য শ্রীবিজয় এয়ারের উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার রাজধানী থেকে শনিবার আকাশে ওড়ে। এর কিছুক্ষণ পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পন্টিয়ানাকে যাওয়ার কথা ছিল আকাশযানটির।
স্থানীয় গণমাধ্যমের ধারণা, ওড়ার চার মিনিটের মাথায় ১০ হাজার ফুট উপর থেকে ৬০ সেকেন্ডেরও কম সময়ে উড়োজাহাজটি পড়ে গেছে।
ফ্লাইটরাডার তাদের টুইটে বলেছে, ‘আমরা ইন্দোনেশিয়ার নিখোঁজ উড়োজাহাজটির সন্ধান করছি। দ্রুত তথ্য পাওয়ার আশা করছি।’
ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে উদ্ধার অভিযান স্থগিতের পর রবিবার সকালে আবার শুরু হয়েছে।
২০১৯ সালের অক্টোবরে এই ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত হয় লায়ন এয়ারের বিমান। তার মাত্র পাঁচ মাস পরেই ইথিওপিয়ায় আরেকটি বিমানটি বিধ্বস্ত হয়। দুটিই ছিল বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমান।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
