নামাজ চলাকালীন সময়ে সিডনির ওবার্নের গ্যাল্লিপোলি মসজিদে আক্রমন
                                    
                                    
                                        
                                            নিজস্ব প্রতিবেদক
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ০৮:৩৮ পিএম,  ২৬ অক্টোবর,সোমবার,২০২০ | আপডেট:  ০৫:২১ এএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    গত রবিবার সন্ধ্যা ৭ টার দিকে এক ব্যাক্তি সিডনির ওবার্নের ঐত্যিহবাহী গ্যাল্লিপোলি মসজিদে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে এবং তুরস্ক বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।এই সময় সে ১৩ টি বড় জানালা, ঝাড়বাতি সহ বিভিন্ন সামগ্রী ছিন্ন বিছিন্ন করে ফেলে যার আনুমানিক মূল্য ১০০০০০ ডলার।মসজিদটির এক মুখপাত্র জানিয়েছেন, নামাজের সময়কালের মধ্যে ঘটনাটি ঘটেছিল, এই সময় প্রায় ১৫ থেকে ২০ জন মুসল্লি ছিল, যাদের মধ্যে বেশিরভাগ ঘটনার আকস্মিকতায় পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থলে থেকে দুর্বৃত্তকে গ্রেপ্তার করে ওবার্ন থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে সম্পত্তি ধ্বংস বা ব্যাপক ক্ষতি করার বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তকে সোমবার বারউডের স্থানীয় আদালতে হাজির করা হয়, যেখানে একজন ম্যাজিস্ট্রেট তার মানসিক স্বাস্থ্য মূল্যায়ন করার নির্দেশ দেন। ক্ষতি এবং মেরামত সম্পর্কে একটি পূর্নাঙ্গ মূল্যায়ন করা নিয়ে পুলিশ অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এদিকে এনএসডব্লিউর বহু সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জিওফ লি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।তিনি বলেছিলেন "এটা অসম্মানজনক, আপত্তিকর কাজ এবং সে অস্ট্রেলিয়ান নয়," ।
"এনএসডাব্লু সরকার যে কোন ধরণের সহিংসতা ও ভাঙচুরের তীব্র নিন্দা জানায়, যা আমাদের কমিউনিটিতে কখনও সহ্য করা হয় না।
"এনএসডাব্লু সরকারের পক্ষ থেকে আমি অস্ট্রেলিয়ান ইসলামী সম্প্রদায় এবং সমস্ত ধর্মের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।"
গ্যাল্লিপোলি তুর্কি সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুর রহমান আসারোগলু বলেছেন,"ওবার্নের গ্যাল্লিপোলি মসজিদ অস্ট্রেলিয়ায় শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবং ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।"
 
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
                                    অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা
                                    অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
                                    ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন
                                    অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত
                                    




