অস্ট্রেলিয়ার স্থানীয় নির্বাচনে ৬ অস্ট্রেলিয়ান-বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:২০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সরকার নির্বাচনে রাজধানী সিডনির তিনটি কাউন্সিলে থেকে ৫জন এবং সিডনি শহর থেকে বেশ দূরে ডাব্বো সিটি কাউন্সিলের সাউথ ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছেন আরো একজন অস্ট্রেলিয়ান-বাংলাদেশি কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এবারের এই স্থানীয় নির্বাচনে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন কাউন্সিল থেকে উল্লেখযোগ্য সংখ্যক অস্ট্রেলিয়ান-বাংলাদেশির বেশিরভাগই অস্ট্রেলিয়ার প্রধান তিনটি দল বর্তমান ক্ষমতাসীন লিবারেল পার্টি প্রধান বিরোধী দল লেবার পার্টি ও গ্রীন পার্টি থেকেও মনোনয়ন পেয়েছিলেন। তবে কেউ কেউ লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও। প্রায় ৩০ জন বাংলাদেশি বংশোদ্ভূত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এরমধ্যে ছিলেন ৭ জন নারী প্রার্থী । নারী প্রার্থীদের মধ্যে থেকে ২ নির্বাচিত হয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। তারা হলেন ক্যাম্বারল্যান্ড কাউন্সিলের থেকে সাবরিন ফারুকী ও ক্যান্টারবেরী-ব্যাংকসটাউন কাউন্সিলের রোজল্যান্ড ওয়ার্ড থেকে সাজেদা আক্তার সানজিদা।
এ দিকে কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ওয়েন্টওউর্থভিল ওয়ার্ড থেকে আবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুমন সাহা। অপর দিকে ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল থেকে আবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন মাসুদ চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী হয়ে কাউন্সিলর নির্বাচিত হয়ে নতুন দৃষ্টান্ত স্হাপন করছেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল থেকে মোহাম্মদ ইব্রাহীম খলিল মাসুদ ও এ ছাড়া নিউ সাউথ ওয়েলস রাজ্যের ডাবো রিজিওনাল কাউন্সিলের সাউথ ওয়ার্ড থেকে শিবলি চৌধুরী ।
এই নিয়ে অস্ট্রেলিয়াতে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর সংখ্যা দাড়ালো ৭। উপরোক্ত ৬ জনের বাইরে গত বছর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার মানডুরা সিটি কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশী আহমেদ জিলানি।