করোনার কারনে ভারত-অস্ট্রেলিয়া বিমান যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:০০ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
অস্ট্রেলিয়া আগামী ১৫ মে পর্যন্ত ভারত থেকে সরাসরি যাত্রীবাহী বিমান আসা বন্ধ ঘোষণা করেছে। ভারতে করোনার সংক্রমণ তীব্র রূপ নেয়ায় এ উদ্যোগ নিল অস্ট্রেলিয়া।
দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, স্পষ্টত ঝুঁকির কারণে অন্তত ১৫ মে পর্যন্ত ভারতের সাথে বিমান যোগাযোগ বন্ধ থাকবে। এর ফলে শীর্ষস্থানীয় ক্রিকেটারসহ হাজার হাজার অস্ট্রেলিয়ান আটকা পড়বে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি'র বরাতে জানা যায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় তিন লাখ ২৩ হাজারের বেশি মানুষের দেহে মহামারি করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে টানা ষষ্ঠ দিন দেশটি তিন লাখের বেশি সংক্রমণের সাক্ষী হলো।
জানা যায়, এর আগের দিনের তুলনায় গতকালের সংক্রমণ ৮ দশমিক ৪ শতাংশ কম। এসময় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের। যা আগেরদিনের ২ হাজার ৮৯১ থেকে কম।
ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৭৬ লাখের বেশি মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জনের।