অস্ট্রেলিয়াজুড়ে লকডাউনবিরোধী বিক্ষোভ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪১ এএম, ৭ সেপ্টেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৪:৫৭ এএম, ২ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

করোনার সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউন তুলে নেওয়ার দাবিতে অস্ট্রেলিয়াজুড়ে বিক্ষোভ করেছে দেশটির শত শত মানুষ। শনিবার এই বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
অস্ট্রেলিয়ায় করোনার প্রাদুর্ভাবের কেন্দ্র হিসেবে মেলবোর্নে প্রায় ৩০০ মানুষ শহরের চারদিকে এক মাস ধরে জারি করা কঠোর লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। এ ছাড়া সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেডেও লকডাউনবিরোধী বিক্ষোভ হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, দেশটির আটটি রাজ্যের মধ্যে সাতটি অভ্যন্তরীণ সীমান্তে আগামী ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়ার বিষয়ে একমত হয়েছে। এ ছাড়া নিউজিল্যান্ডের সঙ্গে ট্র্যাভেল বাবাল শুরু হলে দেশটির পর্যটন খাত আরো চাঙ্গা হবে।
ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ২৬ হাজার ২৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৭৫৩ জন।
এই বিভাগের আরো খবর

অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপি'র ভিক্টোরিয়া স্টেটের আহ্বায়ক কমিটি ঘোষণা

অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রম রেসিস্ট্যান্স টু রিফর্ম: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই সলিডারিটি অস্ট্রেলিয়ার উদ্যোগে শহীদ স্মরণে ৩৬ জুলাই উদযাপন

অস্ট্রেলিয়ান পার্লামেন্টে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণবিপ্লব পালিত
