avertisements 2
Text

মোঃ শফিকুল আলম

নিউ সাউথ ওয়েলসের তথা সিডনির লকডাউন আর কতদিন চলবে

প্রকাশ: ১২:০০ এএম, ৩ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:২১ পিএম, ১৭ জুলাই,বৃহস্পতিবার,২০২৫

Text

অস্ট্রেলিয়ার ফেডারেল হেল্থ অফিসারদের মতে নিউ সাউথ ওয়েলস্ স্টেট এই ৫ সপ্তাহের লকডাউনে তার জনসংখ্যার ৭০% কে ভ্যাকসিনেশনের আওতায় আনায়নের কক্ষপথে। স্টেটের প্রিমিয়ার (রাজ্য সরকারের প্রধান প্রিমিয়ার হিসেবে পরিচিত) গ্লাডিস বলেন তাঁর টিকাদান কর্মসূচীর লক্ষ্য অর্জনপূর্বক লকডাউন শিথিল করা হবে।
এই স্টেটে গতকাল সর্বোচ্চ ২৩৯ জনের সংক্রমনের পর গ্লাডিস বলেন, “যখন ৫০% ভাগ, ৬০% ভাগ এবং ৭০% ভ্যাকসিনেশন নিশ্চিত হবে তখনই কেবল চলাচলে অধিকতর স্বাধীনতা আসতে পারে।”
গত কাল রবিবার ২৪ ঘন্টায় ৮২,০০০ ডোজেস এর ওপর দেয়ার পর কমনওয়েলথ বা ফেডারেল হেল্থ অফিসিয়ালস এখন অনেকটাই আশাবাদী হয়েছেন। সপ্তাহে ৬৫০,০০০ জনকে ভ্যাকসিন পুশ করা গেলে সেপ্টেম্বরের মধ্যে নিউ সাউথ ওয়েলস এর ৭০% ভাগ মানুষ ভ্যাকসিনেটেড হবে।
বর্তমানে সাপ্তাহিক ভ্যাকসিনেশনের হার ৪৫০,০০০ রয়েছে যা’ বৃদ্ধি করে ৬৫০,০০০ এ উন্নীত করা হচ্ছে। প্রিমিয়ার গ্লাডিস এর মতে ৮০% ভাগ লোকের ভ্যাকসিনেশন শেষ হলে বলা যাবে আমরা প্রি প্যানডামিকে প্রত্যাবর্তন করেছি এবং তা’ এবছরের মধ্য নভেম্বরে সম্পন্ন হবে বা টার্গেটেড।
সিডনিতে টিকাদান কর্মসূচীর গতি বৃদ্ধি বিশেষ করে সিডনির দক্ষিন-পশ্চিমান্চলের উপশহরগুলোতে যখন সংক্রমন ছড়ায় তখন ফেডারেল সরকারের বৈজ্ঞানিকগন তাদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন রোডম্যাপ পরিবর্তন করে সিডনিতে প্রতিদিন ভ্যাকসিন-পুশ বৃদ্ধি করেন।
এমডিআই (মেলবোর্ন ডোহার্টি ইন্স্টিটিউট) এর ডিরেক্টর শ্যারন বলেন, “যেহেতু ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে সেহেতু বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের চ্যালেন্জের সম্মুখীন হতে হচ্ছেনা।”
অধ্যাপক শ্যারন এবং তার টীম দেশের ন্যাশনাল কেবিনেটকে প্যানডেমিক মোকাবেলায় ভ্যাকসিনেশন রোডম্যাপ এবং প্যানডেমিকোত্তর স্বাভাবিক জীবন যাত্রায় কখন পুরোপুরি বিধিনিষেধ তুলে নেয়া যাবে তার চিত্র দিয়েছেন যা’ সরকার অনুসরন করছে। এই রোডম্যাপে কখন দেশের ৭০% ভাগ এবং কখন ৮০% ভাগ মানুষ ফুললি ভ্যাকসিনেটেড হবে এবং স্বাভাবিক জীবনযাত্রা শুরু হবে তা’ বিস্তারিত রয়েছে। এমনকি অস্ট্রেলিয়া কখন আন্তর্জাতিকভাবে ট্রাভেলিং শুরু করতে পারবে তা’-ও উল্লেখ রয়েছে।
দেশের শীর্ষ বিজ্ঞানী অধ্যাপক শ্যারন আরও বলেন, “আমি আশাবাদী যে আমাদের জনগন অন্তত আমেরিকার মতো সিদ্ধান্ত গ্রহনে ইতস্তকারী দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে দেখবেনা।”
আমেরিকার কোনো কোনো স্টেটে ৭০% ভাগ মানুষ ভ্যাকসিনেটেড যখন অন্যান্য বহু স্টেটে মানুষ ভ্যাকসিন গ্রহনে হয় ইতস্ত করছে নয় ভ্যাকসিন পুশিং এর হার অত্যন্ত  নিম্নে।
প্রিমিয়ার মিস গ্লাডিস দৃঢ়ভাবে বলেন ভ্যাকসিনেশনের উচ্চহার নিশ্চিত করেই কেবল বিধিনিষেধ শিথিল করার প্রশ্ন উঠবে। তিনি আরও বলেন যে ভ্যাকসিনেশনের উচ্চ হার নিশ্চিত না করে বিশ্বের কোনো দেশ ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমন থেকে রক্ষা পেতে পারবেনা।
সিডনি এবং বৃহত্তর সিডনিতে ২৮ আগস্ট লকডাউন উঠে যাওয়ার কথা থাকলেও কিছু কিছু এরিয়াতে লকডাউন আরও বর্ধিত হতে পারে। অবশ্য সংক্রমন হারের ওপর নির্ভর করবে।
অবশ্য লকডাউনে যাওয়ার পূর্বে সরকারের ট্রেজারী অফিসিয়ালগন ১৭ সেপ্টম্বর পর্যন্ত লকডাউন বহাল রাখতে হতে পারে মর্মে অর্থনীতির ওপর কি পরিমান প্রভাব পড়তে পারে এবং তা’ মোকাবেলায় করনীয় ইকোনোমিক মডেল তৈরী করে ফেলে এবং তা’ কার্যকর রয়েছে।
ফেডারেল কর্মকর্তাগন মনে করেন ৭০% ভ্যাকসিনেশন টার্গেট খুব সহজেই অর্জনযোগ্য। কারন ভ্যাকসিন গ্রহনে মানুষের ইতস্ততা অনেকটাই হ্রাস পেয়েছে যখন অস্ট্রেলিয়ান টেকনিক্যাল এ্যাডভাইজরী গ্রুপ অস্ট্রাজেনিকা ভ্যাকসিন গ্রহন নিরাপদ এবং এর এফিকেসি রেট বেশি এই মর্মে নিশ্চিত করেছে।
তবে প্রিমিয়ার গ্লাডিস এর দৃঢ়তা এক্ষেত্রে বেশ কাজ করেছে। তিনি যখন বলেছেন ইমিউনাইজেশনের উচ্চহার নিশ্চিত না করা পর্যন্ত লকডাউন চলবে তখন সবাই ভ্যাকসিন নেয়ার গুরুত্ব অনুধাবনে সমর্থ হয়েছে।
গতকাল রোববার যে ২৩৯ এর সংক্রমনের কথা জানা গেছে তার মধ্যে ৬১ জন কমিউনিটিতে কোথায়, কখন সংক্রমিত হয়েছে তা’ ট্রেস করা গেছে এবং তাদের সংস্পর্শে আসা ৯৮ জনকে ট্রেস করে আইসোলেশনে নেয়া সম্ভব হয়েছে।
১২৪ জনের সংক্রমনের সোর্স এখনও অবগত হওয়া যায়নি; কিন্তু ইনভেস্টিগেশন চলছে।
প্রিমিয়ার গ্লাডিস এর পক্ষ থেকে স্ট্রং মেসেজ হচ্ছে বিধিনিষেধ এমনকি কয়েক সপ্তাহের মধ্যে তুলে নেয়া হতে পারে যদি আগস্টের মধ্যে ভ্যাকসিনেশন টার্গেট মেট হয়। তিনি আহ্বান জানিয়েছেন যে আমরা সিডনিবাসী ভ্যাকসিনিশন রেট এই আগস্টে রেকর্ড পর্যায়ে নিয়ে যাবো।
নিউ সাউথ ওয়েলস্ পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা এবং লেবার পার্টি নেতা ক্রিস মিনস গতকাল রোববার লিবারেল পার্টি সরকারের নেয়া ভ্যাকসিনেশন ড্রাইভকে সাপোর্ট দিয়েছেন। তবে ফাইজার ডোজেস হান্টার রিজিয়ন এবং সেন্ট্রাল কোস্ট রিজিয়ন থেকে সরিয়ে এনে সিডনি’র পশ্চিম এবং দক্ষিন-পশ্চিমান্চলের সাবার্বগুলোতে ছাত্র-ছাত্রীদেরকে দেয়ার তীব্র সমালোচনা করেন ক্রিস মিনস।
মূলত: গত শুক্রবার নিউ সাউথ ওয়েলস্ হেল্থ কর্তৃপক্ষ যেসমস্ত এলাকায় সংক্রমনের হার বেশি সেখানে ভ্যাকসিনের অবাধ সরবরাহ নিশ্চিত করতে কান্ট্রি সাইড থেকে এমনকি বুকিং ক্যানসেল করেও সিডনি শহর এলাকায় ভ্যাকসিন সরবরাহ বৃদ্ধি করেছে।
যদিও এটা হেল্থ মিনিস্ট্রি’র কোনো প্রত্যাশিত পদক্ষেপ হতে পারেনা; তবুও সরবরাহ সীমিত থাকায় কান্ট্রি সাইড থেকে সিডনির শহারান্চলের সংক্রমিত এলাকায় সরবরাহ নিশ্চিত করতে হচ্ছে।
এটি একটি কমনসেন্স সলিউশন। যেহেতু সিডনি লকডাউনে রয়েছে সেহেতু এখানটায় আগে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে হবে। একমাত্র ভ্যাকসিন প্রদানের হার বৃদ্ধি করেই কেবল পূনরায় লকডাউনে যাওয়া থেকে সিডনিবাসী রেহাই পেতে পারে।
প্রিমিয়ার গ্লাডিস বলেন সিডনিবাসীর জন্য এটাই হোক শেষ লকডাউন।
ফেডারেল এ্যাকটিং চীফ মেডিকেল অফিসার মাইকেল কিড জানান জুলাইতে ৪.৫ মিলিয়ন মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। জুন মাসে এই সংখ্যা ছিলো ৩.২ মিলিয়ন।
যেসব দেশ নভেম্বরের মধ্যে তাদের জনসংখ্যার ৭০% ভাগ ভ্যাকসিনেটেড করতে চায় তার মধ্যে আমেরিকা, বৃটেন, সিংগাপুর ইত্যাদি দেশ কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তা’ নিয়েও আলোচনা হচ্ছে। এর মধ্যে বৃটেন এবং সিংগাপুরের ভ্যাকসিন দেয়ার হার ৫৭%। আমেরিকা যদিও নভেম্বরে টার্গেট মিট করতে পারবে বলে মনে করে।
অস্ট্রেলিয়ার ফেডারেল হেল্থ ডাটা বলছে ৩১ জুলাই পর্যন্ত অস্ট্রেলিয়ার জনগনের মাত্র ১৯% ভাগ ফুললি ভ্যাকসিনেটেড হয়েছে। ৪১% মানুষ অন্তত এক ডোজ অস্ট্রাজেনিকা বা ফাইজার নিয়েছে।
তবে এখন ১৬-৩৯ বছর বয়স্কদের মধ্যে আকস্মিকভাবে অস্ট্রাজেনিকা নেয়ার হার বৃদ্ধি পাওয়ায় আশার সন্চার হয়েছে।
এবছরে অস্ট্রেলিয়া ৭০% ভাগকে ভ্যাকসিনেশনের আওতায় আনায়নের টার্গেট মিট করতে পারবে কি-না এপ্রশ্নে জনাব মাইকেল কিড দৃঢ়তার সাথে বলেন, “I’ll let you do the maths.”

বিষয়: লকডাউন
avertisements 2
পবিত্র কাবার ঠিক উপরে বিরল মহাজাগতিক ঘটনা, মুসলিমরা পেলেন সুস্পষ্ট নির্দেশনা
পবিত্র কাবার ঠিক উপরে বিরল মহাজাগতিক ঘটনা, মুসলিমরা পেলেন সুস্পষ্ট নির্দেশনা
এনসিপি নেতাদের নিয়ে ফেসবুকে ট্রল, এএসপি প্রত্যাহার
এনসিপি নেতাদের নিয়ে ফেসবুকে ট্রল, এএসপি প্রত্যাহার
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ: প্রেস উইং
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ: প্রেস উইং
৩৬শে জুলাই এবং দেশের শাসন ব্যবস্থার সংস্কার
৩৬শে জুলাই এবং দেশের শাসন ব্যবস্থার সংস্কার
সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল
সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল
৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে
৭৯৬ শিশুর মৃত্যুর রহস্যের জট খুলতে গণকবর খোঁড়া হচ্ছে আয়ারল্যান্ডে
শামীম ওসমান ও স্ত্রীর  ৪৫০ কোটির সন্দেহজনক লেনদেন, দুদকের মামলা
শামীম ওসমান ও স্ত্রীর ৪৫০ কোটির সন্দেহজনক লেনদেন, দুদকের মামলা
বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল
আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল
বাংলাদেশের বেতন-ভাতায় নিয়ে ভারতে থাকেন শিক্ষক দম্পতি
বাংলাদেশের বেতন-ভাতায় নিয়ে ভারতে থাকেন শিক্ষক দম্পতি
হঠাৎ কোটা ব্যবস্থা নিয়ে ফেসবুকে আসিফ নজরুলের পোষ্ট
হঠাৎ কোটা ব্যবস্থা নিয়ে ফেসবুকে আসিফ নজরুলের পোষ্ট
‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা
‘তুমি ফুয়েল বন্ধ করলে কেন?’–এয়ার ইন্ডিয়ার পাইলটদের শেষ কথাবার্তা
 বিএনপি যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে
 বিএনপি যদি ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশই ক্ষতিগ্রস্ত হবে
এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী, লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতির
এনবিআরের আন্দোলন ছিল সরকারবিরোধী, লক্ষ্য ছিল অর্থনৈতিক ক্ষতির
কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
কোথা থেকে এতো সুন্দর ইংরেজি বলা শিখলেন: লাইবেরিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন ট্রাম্পের
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
দুনিয়ার সবচেয়ে আজব সেতু বাংলাদেশে!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
গাছের সঙ্গে বাঁধা সাত শিশু কাওছারের জীবন!
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
কারাগারে পরিকল্পনা, তিন মাসেই কোটিপতি ২ যুবক
সিডনিতে দুই বাংলাদেশীর  আকস্মিক মৃত্যু
সিডনিতে দুই বাংলাদেশীর আকস্মিক মৃত্যু
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
সিডনিতে বাংলাদেশী বংশোদ্ভূত তরুনী খুন
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অক্সফোর্ডের করোনার ভ্যাকসিন বিরোধীতায় অস্ট্রেলিয়ার ইমাম ও আর্চবিশপ
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
অস্ট্রেলিয়ার কারাগারেই আরেক বন্দিকে কোপালেন সেই বাংলাদেশি ছাত্রী সোমা
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
কিশোরীর সাথে যৌন সম্পর্কের চেষ্টাঃ সিডনিতে বাংলাদেশী ছাত্র গ্রেপ্তার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার সেরা ৪-এ বাংলাদেশি-অস্ট্রেলিয়ান কিশোয়ার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
হুইপপুত্রের গোপন ব্যবসার বলি তরুণ ব্যাংকার
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
খোলা চুলে সিগারেট হাতে এবার নতুন বার্তা দিলেন পরীমণি
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
কুইন্সল্যান্ডে বারবিকিউ অনুষ্ঠানে বাংলাদেশী বংশোদ্ভূত বিশ্ববিদ্যালয় শিক্ষককের আকস্মিক মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে সিডনির  দুই বাংলাদেশীর  মৃত্যু
প্রণব মুখার্জি আর নেই
প্রণব মুখার্জি আর নেই
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
হাটে কচুর লতি বিক্রি নিয়ে মুখ খুললেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক
avertisements 2
avertisements 2