avertisements 2

বা’ড়িতে বা’বার লাশ, প’রীক্ষাকেন্দ্রে মেয়ে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:১৯ পিএম, ২৩ জানুয়ারী,রবিবার,২০২২

Text

মৌলভীবাজারের কমলগঞ্জ উপ’জেলা’র পতনঊষা গ্রামে বাবার মরদেহ বা’ড়ি’তে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে মেয়ে রাজি’য়া ইস’লা’ম নিছা। রোববার (২১ নভেম্বর) সকালে ওই গ্রামে এ ঘ’ট’না ঘটে।রাজিয়া ইসলাম নিছা

এবার কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।জানা গেছে,রোববার (২১ নভেম্বর) নিছার এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিন ছিল। এর মধ্যে তার বাবা হৃদরো’গে আক্রান্ত হয়ে ভোরে সিলেট উইমেন্স হাস’পা’তালে মারা যান।মৃত্যুর পর বাবা হারা নিছা ভেঙে পড়লেও স্ব”জ’ন ও শিক্ষকদের উৎসাহে সে রো’ব’বার (২১ নভেম্বর)সকালে উপজেলার কালী প্রসাদ

উচ্চবিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্রে অংশগ্রহণ করে।কালী প্রসাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল বলেন, নিছা সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে। আমরা তার সার্বক্ষণিক খেয়াল রেখেছি।

পতনঊষার উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ জানান, নিছার বাবার মৃত্যুর খবর শুনে সকালে তার বাড়িতে গিয়ে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2