বড় ভাই কামরানের পাশে চিরনিদ্রায় শায়িত ছোট ভাই কানিছ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৪৩ পিএম, ২০ সেপ্টেম্বর,রবিবার,২০২০ | আপডেট: ০৬:৩৮ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের ছোট ভাই বখতিয়ার আহমদ কানিছ (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় নগরের ছড়ারপাড় জামে মসজিদ প্রাঙ্গণে কানিছের নামাজে জানাজা শেষ হয়। পরে সিটি করপোরেশনের মালিকানাধীন গোরস্তান মানিকপীর টিলায় বড় ভাই বদর কামরানের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। জানাজায় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
শনিবার বেলা ২টার দিকে সিলেটের জালালাবাদ রাগীব-বাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বখতিয়ার আহমেদ কানিছ।
বদরউদ্দিন আহমদ কামরানের ছেলে ডা. আরমান আহমদ শিপলু জানান, তার চাচা কানিছ কিডনিজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।