avertisements 2

বগুড়ায় আলোচিত সেই বিড়াল হত্যাকারী বুলবুলি বেগম গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ নভেম্বর,রবিবার,২০২৫ | আপডেট: ০৩:৩৭ এএম, ৯ নভেম্বর,রবিবার,২০২৫

Text

ছবি : সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে একটি বিড়ালকে গলা কেটে হত্যার অভিযোগে বুলবুলি বেগম (২৬) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামের বাসিন্দা।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন গত বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সংগঠনটির অভিযোগের ভিত্তিতে শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুলিশ বুলবুলি বেগমকে আটক করে।

কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক নারীকে একটি বিড়ালের গলা কেটে হত্যা করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্ত নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ভিডিওটি দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তাঁর নির্দেশে সংগঠনটি থানায় আনুষ্ঠানিক অভিযোগ করে।

সংগঠনটির আহ্বায়ক আদনান আজাদ বলেন, ‘আমরা প্রতিটি প্রাণীর প্রতি নির্মমতার বিরুদ্ধে লড়ে যাচ্ছি। দেশের প্রতিটি প্রাণী নির্যাতনের যেন বিচার হয়, সেটি আমরা চাই।’

সংগঠনটির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান রুমন বলেন, ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল—এই চেতনায় আমরা সবাইকে প্রাণ ও প্রকৃতি রক্ষায় সচেষ্ট হওয়ার আহ্বান জানাই।’

প্রসঙ্গত, প্রাণীর প্রতি নির্দয় আচরণ বা এতে সহায়তার দায়ে দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। এই আইনের আওতায় এবার আদমদীঘির ঘটনায় বুলবুলি বেগমকে আটক করা হলো।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2