avertisements 2

নামাজ শেষে বাড়ি ফেরা হলো না বাদলের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০৯ পিএম, ৬ জানুয়ারী,সোমবার,২০২৫

Text

টাঙ্গাইলের ঘাটাইলে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যানের ধাক্কায় বাদল মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মে) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া বানিয়াবাড়ি গ্রামের নওজেশ মিয়ার ছেলে।স্থানীয়রা জানান, ভোরে ফজর নামাজ

শেষে মসজিদ থেকে বের হয়ে রাস্তার পাশ ধরে হাটছিলেন বাদল। এসময় একটি দ্রুতগামী পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা বাদলের মরদেহ বাড়িতে নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন= গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে তরমুজের দাম কমে গেছে। ঈদের আগে যে তরমুজের দাম ৩০০ টাকা ছিল সেই তরমুজ এখন ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। হঠাৎ করে তরমুজের এমন দরপতনের কারণ হিসেবে ব্যবসায়ীরা জানিয়েছেন কয়েক দিনের বৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি হয়। অতিবৃষ্টি হওয়ায় চাষিরা বেশি পরিমাণে তরমুজ তুলে বাজারে সরবরাহ করছেন। এটি তরমুজের দাম কমার প্রধান কারণ।

এদিকে বাজারে এখন তরমুজ ছাড়াও বিভিন্ন মৌসুমী ফল পাওয়া যাচ্ছে যেমন আম, লিচু যা তরমুজের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলেছে। আবার রোজার কারণেও কিছুদিন আগে তরমুজের বাড়তি চাহিদা ছিল, সেটা এখন নেই। সব মিলিয়ে রোজার সময়ের তুলনায় এখন তরমুজের চাহিদা অর্ধেকে নেমে গেছে। ফলে চাহিদা কমায় দামও কমে গেছে।

এদিকে রোজায় খুচরা বাজারে তরমুজ কেজি হিসেবে বিক্রি হলেও এখন পিস হিসেবে বিক্রি হচ্ছে। ৫-৬ কেজি ওজনের খুলনার একটি তরমুজ এখন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ঈদের আগে এই তরমুজের পিস বিক্রি হয় ৩০০ থেকে ৩৫০ টাকার ওপরে। এছাড়া এখন বড় তরমুজ পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকার মধ্যে। ঈদের আগে এসব তরমুজের পিস বিক্রি হয় ৪০০ থেকে ৪৫০ টাকায়। আর ছোট তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকায়। যা ঈদের আগে ১৫০ থেকে ২০০ টাকা বিক্রি হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2