avertisements 2

চুরির ভয়ে শিকলবন্দি সয়াবিন তেলের বোতল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ মে,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:০৪ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

তেলের দাম নিয়ে সারাদেশে চলছে তেলেসমাতি। অনেক স্থানে তেল পাওয়া যাচ্ছে না, কোথাও সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। আর এই অস্থির অবস্থার মধ্যেই এবার চুরির ভয়ে তেলের বোতলকে শিকল দিয়ে বেঁধে রাখতে দেখা গেলো নারায়ণগঞ্জের পাইকারি বাজার হিসেবে পরিচিত দ্বিগুবাবুর বাজারে।

দ্বিগুবাবুর বাজারের ফলপট্টি অংশে অবস্থিত শরীফ স্টোরের সামনে দেখা যায়, দুটি পাঁচ লিটারের তেলের বোতল শিকল দিয়ে বেঁধে রেখেছেন দোকানি। কারণ জানতে চাইলে তিনি মুচকি হেসে বলেন, ‘যেন কেউ নিয়ে দৌড় দিতে না পারে, এ জন্য বাঁধছি।’ শরীফ স্টোরের মালিক বলেন, ‘বিভিন্ন জায়গায় শুনেছি তেল চুরি করে নিয়ে যাচ্ছে। এখন তো তেলের চাহিদা অনেক। চুরি হওয়াটাই স্বাভাবিক। আর আমার দোকানের সামনে কাঁচাবাজার। প্রচুর মানুষের ভিড় হয় সকাল সন্ধ্যায়। এজন্য তেলের বোতল শিকল দিয়ে বেঁধে রাখছি। ঈদের আগে থেকেই এই সিস্টেম করছি।’ ওই বাজারে দীর্ঘদিন ধরে চলে আসা তেলের সংকটও কাটেনি। কোনো কোনো দোকানে ৫ লিটারের কিছু বোতল থাকলেও এক লিটারের বোতলের চাহিদা বেশি।

নূসরাত ট্রেডার্সের দোকানি হারুনুর রশিদ বলেন, ‘আমরা নিজেরাও চাহিদামাফিক তেল পাচ্ছি না। যতোটুকু পাচ্ছি সেগুলো কমদামে বিক্রির সুযোগও নেই। ক্রেতারা জানান, তেল খুঁজে পেতেই হিমশিম খেতে হচ্ছে। পাওয়া গেলেও চড়া দামে নিতে হচ্ছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে প্রতিনিয়ত। এ ব্যাপারে কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাসমত উল্লাহ বলেন, ‘আমার মতে, কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ রেখে বাজারে অস্থিরতা তৈরি করেছেন। বিশেষ করে বোতলজাত তেল গুদামে মজুত রেখে অল্প অল্প করে দোকানে তোলা হয়। প্রশাসনের নজরদারির যথেষ্ট অভাব রয়েছে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2