বাংলাদেশে যে ইউনিয়নের নারীরা ভোট দেন না
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৬:১০ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটারদের ভোট প্রদানে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ সভা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১ জানুয়ারি) সকালে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কোরআন ও হাদিসের আলোকে নারীদের ভোট প্রদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবাদমাধ্যমে আমি জানতে পেরেছি রুপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা কোনো নির্বাচনেই তাদের ভোট প্রয়োগ করেন না। আমি গভীরভাবে বিশ্বাস করি কোনো আলেম নারীদের ভোট প্রদান থেকে বিরত থাকতে পরামর্শ দেন না। পর্দা রক্ষা করে নারীদের ভোট প্রদান ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয়।
তিনি বলেন, নারীরা ভোট প্রদান থেকে বিরত থাকলে যোগ্য প্রার্থী নির্বাচনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে। অযোগ্য প্রার্থী নির্বাচিত হলে ধর্মীয়ভাবে নারীরাও দায় এড়াতে পারবেন না। দেশের উন্নয়নের স্বার্থে নারীদের ভোট প্রদান করতে হবে।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের নারীরা ভোট দিতে ভোটকেন্দ্রে যান না। এক নারী পীরের নির্দেশ মান্য করে এই ইউনিয়ন পরিষদের নারীরা ভোট দেওয়া থেকে নিজেদের বিরত রেখেছেন। স্বাধীনতার পর থেকেই চলেছে এমন ঘটনা। স্থানীয় লোকজনও তাদেরকে ভোট দিতে উদ্বুদ্ধ করেনি। তবে বেশ কয়েকবার তাদের ভোটকেন্দ্রে নেয়ার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি।
রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ২৪ হাজার ৪৫৪ জন। এর মধ্যে মধ্যে নারী ভোটার রয়েছে ১২ হাজার ১১৪ জন। লেখাপড়া, বাজার আর অন্যান্য দৈনন্দিন কাজে ঘরের বাইরে বের হলেও নির্বাচনের দিন ঘরে বসেই সময় কাটে এই ইউনিয়নের নারীদের।