আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি?'
'স্যার প্লিজ বসুন, একজন আদর্শবান পুলিশ অফিসারের ব্যবহার!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৮:০০ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ষাটোর্ধ মোতালেব মিয়া পেশায় একজন রিকশাচালক। পারিবারিক একটা সমস্যায় আইনগত সেবা নেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন রাউজান- রাঙ্গুনিয়া সার্কেলের দায়িত্বে নিয়োজিত চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম'র অফিসে। রাস্তাঘাটের তিক্ত অভিজ্ঞতায় এমনিতেই ভীষণ পুলিশ ভীতি তার, তবুও নিতান্ত বাধ্য হয়েই তার আজকের এই পুলিশের কাছে আসা।
ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা শেষে অফিসারের কক্ষে ঢুকতেই চমকে উঠেন তিনি। "স্যার প্লিজ বসুন, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি?'- নিজ কানকেও বিশ্বাস করাতে পারেন না মোতালেব। তাকে স্যার সম্বোধন করছেন একজন এএসপি! এটা সত্যিই কি একজন ঊর্ধ্বতন পুলিশ অফিসারের মুখের ভাষা!
শুধু বৃদ্ধ মোতালেবই নন। এএসপির সুন্দর ব্যবহার আর সবাইকে সম্মান দিয়ে কথা বলার প্রশংসা আজ পুরো উত্তর চট্টগ্রামবাসীরই মুখে মুখে। রিকশাওয়ালা, ঠেলেওয়ালা, মুচি, মেথর থেকে শুরু করে কৃষক, শ্রমিকসহ সকল শ্রমজীবী মানুষকেই তিনি স্যার বলে সম্বোধন করেন।
অন্যদিকে কেউ তাকে স্যার ডাকল তিনি নিষেধ করে দিয়ে বলেন, "আপনাদের ট্যাক্সের পয়সা দিয়েই আমার বেতন। আপনাদের শ্রম-ঘামের ওপরই আমাদের জীবন জীবিকা। যেহেতু আমি একজন জনগণের কর্মচারী, তাই প্রকৃতপক্ষে আপনারাই আমার স্যার। দয়া করে আমাকে স্যার না ডেকে ভাই বলে ডাকলেই বেশি খুশি হব"।
শ্রমজীবী মানুষদেরকে এএসপির স্যার সম্বোধন করা নিয়ে গতকাল চট্টগ্রামের একাধিক সংবাদকর্মী ফেসবুকে পোস্ট করলে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচিত হয়। সরেজমিন খোঁজ নিয়ে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেও সত্যতা পাওয়া যায় এর।
শুধু তাই নয়, সম্ভবত তার অফিসই সারাদেশের একমাত্র অফিস, যেখান থেকে চা না খেয়ে ফিরতে পারেন না কেউ। স্থানীয়দের দাবি অনুযায়ী বয়স্ক কোন দর্শনার্থী আসলে এএসপি নিজেই উঠে গিয়ে সেই বৃদ্ধ/বৃদ্ধাকে সসম্মানে অফিস কক্ষে নিয়ে আসেন। বিগত বেশ কিছুদিন ধরে বিভিন্ন সরকারি কর্মকর্তাকে স্যার সম্বোধন করা/ না করা নিয়ে গোল বাঁধার প্রেক্ষাপটে বিতর্ক যখন চরমে, তখন বিসিএস (পুলিশ) ক্যাডার কর্মকর্তা এই এএসপির কর্মপন্থাকে ব্যতিক্রম উদাহরণই বলা যায়।
অবশ্য জানতে চাইলে 'স্যার সম্বোধন' প্রসঙ্গে কোন মন্তব্য করতে রাজি হননি সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম। তবে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এবং আইজিপি মহোদয়ের দক্ষ নেতৃত্বে পুলিশ জনগণের প্রকৃত আস্থার ঠিকানায় পরিনত হবার দিকে দ্রুত ধাবমান রয়েছে। আমিও আমার জায়গা থেকে সে লক্ষ্য বাস্তবায়নে যথাসাধ্য ভূমিকা রাখার চেষ্টা করছি।