avertisements 2

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৩৬৪ রোগী শনাক্তের রেকর্ড

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৮:১৬ এএম, ১৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর আজই প্রথম আট হাজারের ঘর অতিক্রম করল শনাক্তের সংখ্যা। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১০৪ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯৬ হাজার ৬৭০ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়া একই সময়ে নতুন করে করোনায় আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১৪ হাজার ২৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে খুলনায় সবচেয়ে বেশি ৩৫ জন মারা গেছেন। এছাড়া ঢাকায় ২৭ জন, চট্টগ্রামে ১৯, রাজশাহীতে ৭, বরিশালে ২, রংপুরে ৯ এবং ময়মনসিংহে পাঁচজন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2