হেলিকপ্টারে বউ এনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে গুনতে হলো জরিমানা
হেলিকপ্টারে বউ এনে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে গুনতে হলো জরিমানা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৯:২৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ায় হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে বর পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে ইউনিয়নের দক্ষিণ ভাষানচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাষানচর গ্রামের মো. জাহাঙ্গীর আলম সরদারের ছেলে সাগর সরদারের (২৫) সাথে বাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের হাজী আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যার (২৩) বিয়ে সম্পন্ন হয়। সোমবার দুপুরে হেলিকপ্টার যোগে বউ নিয়ে গ্রামে আসে বরপক্ষ। নতুন বউকে দেখতে উৎসুক জনতার সমাগম ঘটে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমণে আদালত পরিচালনা করেন ইউএনও। এ সময় বর সাগর সরদারের চাচা আব্দুস সালাম সরদারকে(৪৮) স্বাস্থ্যবিধি অমান্য করে হেলিকপ্টার যোগে বউ এনে পালকি ও ব্যান্ড পার্টি দিয়ে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনদিপ ঘরাই বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। নির্দেশনা না মেনে দক্ষিণ ভাষানচর গ্রামে অভিযান চালিয়ে হেলিকপ্টারে করে বউ এনে এলাকায় লোক সমাগম করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।