১২ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার
নাটক সাজিয়ে ব্যাংক এজেন্টের টাকা লুট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:৩১ পিএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যাংক এশিয়ার নবীনগর এজেন্ট প্রতিষ্ঠানের টাকা লুটের নাটক সাজিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই করে সেখানকার মোটরসাইকেল চালক হাবিব মিয়া। গত রোববার উপজেলার ধরখার ইউনিয়নের রুটি এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ৪২ ঘণ্টা পর মূলহোতা হাবিবসহ ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে। এ সময় লুণ্ঠিত টাকার মধ্যে ১২ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।
গ্রেফতার হাবিব উপজেলার নারুই (নোয়াগাঁও) গ্রামের জিয়াউর রহমানের ছেলে। অপর আসামি সাইফুল ইসলাম একই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আখাউড়া থানা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নোয়াগাঁও বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের শাখায় কাস্টমার সেবা কর্মকর্তা এনামুল হক পরিচিত মোটরসাইকেলচালক হাবিবের মাধ্যমে প্রতিষ্ঠানের নগদ টাকা নবীনগর আনা-নেয়া করেন। এ সুযোগে হাবিব টাকা ছিনতাই নাটক সাজায়। সঙ্গী করে একই গ্রামের সাইফুলকে। তারা ব্রাক্ষণবাড়িয়া পৌরশহরের চিহ্নিত ছিনতাইকারী জুম্মানকে দিয়ে ওই টাকা ছিনতাই করানোর পরিকল্পনা করে। সে অনুযায়ী গত রোববার প্রতিষ্ঠানের স্টাফ এনামুলকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে টাকা নিয়ে ফেরার সময় রুটি এলাকায় জুম্মানের নেতৃত্বে মাস্ক পরা ছয় ছিনতাইকারী রাস্তায় ব্যারিকেড দিয়ে হাবিবের মোটরসাইকেল গতিরোধ করে।
এ সময় কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলের পেছনে থাকা এনামুলকে কিলঘুষি মেরে ১৬ লাখ টাকা ভর্তি ব্যাগ ও তার মোবাইল ফোন লুটে নিয়ে যায়। পুলিশ তদন্তে হাবিব ও সাইফুলের যোগসাজশে টাকা লুটের বিষয়টি উঠে আসে। পরে তাদের দেয়া তথ্যে টাকা উদ্ধার করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান যুগান্তরকে বলেন, ছিনতাই নাটক সাজিয়ে লুটে নেয়া টাকার অবশিষ্ট টাকা উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক বাদী হয়ে আখাউড়া থানায় মামলা করেছেন।