৪৭ কেজির এক বাগাইড় মাছেই জেলের ভাগ্য বদল
৪৭ কেজির এক বাগাইড় মাছেই জেলের ভাগ্য বদল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুন,রবিবার,২০২১ | আপডেট: ১১:০৮ পিএম, ২৩ জুলাই,
বুধবার,২০২৫

পাবনার যমুনার মোহনায় জেলের জালে ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। পরে বাগাইর মাছটি ৫৯ হাজারে বিক্রি হয়েছে।
রবিবার সকালে পাবনার কাজিরহাট উপজেলার ঢালারচর এলাকায় যমুনা নদীতে জেলে কালিদাস হালদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি কাজিরহাটের তিরোমনি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, জেলে কালিদাস হালদার রবিবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের বাইপাস সড়কের পাশে অবস্থিত দেলোয়ার হোসেনের মাছের আড়তে মাছটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন। পরে উম্মুক্ত নিলামের মাধ্যমে মৎস্য ব্যবসায়ী নুরু শেখ মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ৫৯ হাজার ৩০০ টাকায় কিনে নেন। এ সময় বিশাল মাছটি দেখতে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়।
ব্যবসায়ী নুরু শেখ জানান, মাছটি তিনি উম্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে কিনেন।
পরে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকায় তার এক পরিচিত বড় ব্যাবসায়ীর নিকট পাঠিয়ে দেন। তাকে কেনা দাম বলে দিয়েছি। আশা করি তিনি আমাকে কিছু লাভসহ টাকা পাঠিয়ে দেবেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

সাজেকে পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকে আছে ৪ শতাধিক পর্যটক

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিমান দু্র্ঘটনায় মাইলস্টোন স্কুলের ছাত্র ওহিকে পাওয়া গেলেও মা নিখোঁজ

আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ আছি: জামায়াত আমির
