avertisements 2

সরকারি গাছ বিক্রি করে দিলেন মাদরাসা সুপার!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৩:২৭ এএম, ১৮ সেপ্টেম্বর, বুধবার,২০২৪

Text

নওগাঁর মান্দায় সরকারি রাস্তার বেশকিছু তাজা গাছ বিক্রির অভিযোগ উঠেছে এলেঙ্গা দাখিল মাদরাসার সুপার হাকছেদ আলীর বিরুদ্ধে। ইতোমধ্যে মেহগনি প্রজাতির ওইসব গাছ কেটে সরিয়ে নেওয়া হয়েছে পাঁজরভাঙ্গা বাজারের আবু সাঈদের স-মিলে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

স্থানীয়রা জানান, হঠাৎ করেই বৃহস্পতিবার সকাল থেকে লোকজন মাদরাসা সংলগ্ন রাস্তার ধারের মেহগনি গাছগুলো কাটা শুরু করে। খোঁজ নিয়ে তারা জানতে পারেন গাছগুলো পাঁজরভাঙ্গা বাজারের স’মিল মালিক আবু সাঈদের কাছে বিক্রি করে দিয়েছেন মাদরাসা সুপার হাকছেদ আলী।

চৌগাছায় সরকারি গাছ বিক্রির অভিযোগ 

মাদরাসা সংলগ্ন এলেঙ্গা গ্রামের বাসিন্দা আবুল হোসেন, খতিব সরদার, ইসমাইল হোসেনসহ আরো অনেকে জানান, দীর্ঘদিনেও মাদরাসাটি এমপিওভূক্ত হয়নি। শিক্ষার্থী না থাকায় ৬-৭ বছর ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। শিক্ষকরাও আসেন না। ইতোমধ্যে অনেকে পেশা বদল করেছেন। এ অবস্থায় হঠাৎ করেই মাসরাসা সংলগ্ন রাস্তার লক্ষাধিক টাকা মূল্যের ১১টি মেহগনি গাছ বিক্রি করে দেন সুপার হাকছেদ আলী।

গাছগুলোর ক্রেতা আবু সাঈদ বলেন, মাদরাসা সুপারের নিকট থেকে তিনি ১০টি মেহগনি ও একটি লাটার গাছ ৩০ হাজার টাকায় কিনে নিয়েছেন। তাই গাছগুলো কেটে সরিয়ে নিচ্ছেন।

মাদরাসা সুপার হাকছেদ আলী বলেন, মাদরাসার পরিবেশ রক্ষায় তৎকালিন ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে রাস্তার ধারে গাছগুলো রোপণ করা হয়েছিল। রেজুলেশনের মাধ্যমে তাই গাছগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। সরকারি রাস্তায় লাগানো তাজা গাছ এভাবে বিক্রি করতে পারেন কিনা জানতে চাইলে প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি।

মাদরাসা কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, গাছ বিক্রির বিষয়ে কোনো রেজুলেশন হয়েছে কিনা সেটি আমার জানা নেই। এ বিষয়ে আমার জামাই মাদরাসা সুপার ভালো বলতে পারবেন। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2