‘স্যার’ না বলায় ক্ষেপে গেলেন কৃষি কর্মকর্তা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১২:৫৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
‘আপনাদের “ভাই” বলে ডাকার রেওয়াজ আর গেল না, জানেন আমাদের এই চেয়ারে বসতে অনেক কষ্ট করতে হয়েছে’
মাদারীপুর জেলার শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাশকে “স্যার” না বলায় আপত্তি তুলেছেন। “ভাই” বলে সম্বোধন করার মধ্যে তিনি অভদ্রতা খুঁজে পেয়েছেন। অনেক পরিশ্রম করে “এই চেয়ারে” বসতে হয়েছে তাই “ভাই” না ডেকে তাকে “স্যার” ডাকতে হবে বলে জানান তিনি।
রবিবার (৩০ মে) দুপুরে শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে কৃষি বিষয়ক তথ্য জানতে গেলে স্থানীয় এক সাংবাদিক তাকে “ভাই” বলে সম্বোধন করে এই বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়েছেন। কৃষি সম্প্রসারণ ওই কর্মকর্তা নিজেকে “স্যার” ডেকে কথা বলতে বলেন।
ওই সাংবাদিক জানান, রবিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচরে বোরো ধান চাষের আবাদ সম্পর্কে তথ্য জানতে অফিসে যান। কর্মকর্তার কক্ষে অনুমতি নিয়ে প্রবেশ করে নিজের ভিজিটিং কার্ড দিয়ে ওই কর্মকর্তার কুশল জানতে চান। এ সময় তাকে ভাই বলে ডাকলে ক্ষেপে যান তিনি।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ বলেন, “আপনাদের ‘ভাই’ বলে ডাকার রেওয়াজ আর গেল না, জানেন আমাদের এই চেয়ারে বসতে অনেক কষ্ট করতে হয়েছে।”
পরে ওই সাংবাদিকের সাথে কোনো কথা না বলে তাকে বসিয়ে রাখেন। ৭-৮ মিনিট পর “কি তথ্য লাগবে” জানিয়ে অফিস সহকারির সাথে দেখা করতে বলেন।
বিব্রতকর পরিস্থিতির শিকার সাংবাদিক বলেন, “আমিতো কোন ব্যক্তিগত কাজে যাইনি। সংবাদ সংগ্রহে তথ্যের জন্য গিয়েছি। তাকে ভাই ডাকায় তথ্য দেওয়ার পরিবর্তে তিনি ক্ষোভ ঝাড়লেন আমার উপর।”
এ বিষয়ে অনিরুদ্ধ দাশ বলেন, “স্যার বলা একটি ভদ্রতা। ভদ্রতা না করলে তাকে কি বলে, বলেন? তাছাড়া তার কাজ তো করে দিয়েছি। এটা নিয়ে আবার কি হলো?”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, “তার এটা বলার কথা না। যাই হোক কিছু মনে করবেন না, আমি তাকে বলে দেব। ভবিষ্যতে যেন এটা না করে। যাই হোক আমি বিষয়টি আমি দেখছি।”