সুন্দরবনে প্রাণ বাঁচাতে একই স্থানে আশ্রয় নিয়েছে হরিণ, বানর, সাপ, কুমির
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ মে,রবিবার,২০২১ | আপডেট: ০৫:০৮ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানতে পারে এমন ধারণা জীব জন্তুরা সংকেত পেয়ে থাকে প্রকৃতিগতভাবেই। গত সপ্তাহ থেকে দুবলারচর হিরণ পয়েন্ট পক্ষীরচর সহ বিভিন্ন স্থানে আছরে পড়ছে সাগরের বড় বড় ঢেউয়ের গর্জন। সপ্তাহব্যাপী আবহাওয়ার এ অবস্থা থাকলেও সুন্দরবনের জীব জন্তুরা নিজ ইচ্ছায় নিরাপদ আশ্রয় নিয়েছে।
ঢেউয়ের আঘাতে সুন্দরবনের সরকারি বন বিভাগের অফিসগুলোও পানির নিচে তলিয়ে গেছে। সেই সাথে জীব জন্তুদের খাবার উপযোগী একমাত্র মিষ্টি পানির পুকুরে নোনা পানি প্রবেশ করেছে। এ যখন আবহাওয়ার অবস্থা তখন নিজেদের ঘাত-প্রতিঘাত ভুলে বনের হরিণ, বানর, শুকর, কুমির, বন মোরগ সহ অন্যান্য প্রাণীরা খণ্ড খণ্ড উঁচু মাটিতে একই স্থানে অবস্থান করতে দেখা গেছে।