আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আদালত প্রাঙ্গণে রোজিনা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:০৬ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রোজিনা ইসলাম।
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সাথে অন্যায় করা হচ্ছে।’
এদিন, সরকারি নথি চুরির অভিযোগে দায়ের করা মামলায় রোজিনা ইসলামের রিমান্ড আবেদন ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আগামী বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন।
গত সোমবার রাতে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী।
বিডি-প্রতিদিন