avertisements 2

আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আদালত প্রাঙ্গণে রোজিনা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ মে,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৪৩ এএম, ১০ জানুয়ারী,শনিবার,২০২৬

Text

আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন রোজিনা ইসলাম।

সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট করায় আমার সাথে অন্যায় করা হচ্ছে।’

এদিন, সরকারি নথি চুরির অভিযোগে দায়ের করা মামলায় রোজিনা ইসলামের রিমান্ড আবেদন ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আগামী বৃহস্পতিবার রোজিনা ইসলামের জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন।

গত সোমবার রাতে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী।

বিডি-প্রতিদিন

বিষয়:

আরও পড়ুন

avertisements 2