গণমাধ্যমকর্মী রিফাত সুলতানার পর চলে গেলেন শ্বশুর-শাশুড়িও
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মে,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:৫১ পিএম, ২৭ জুলাই,রবিবার,২০২৫

একাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা মারা যাবার ক’দিন পরে মারা যান তার শাশুড়ি। তিনদিন পর আজ মারা গেলেন তার শ্বশুর। তিনজনের পরপর মৃত্যুশোকে স্তম্ভিত এই পরিবার। বাকরুদ্ধ হয়ে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা। রিফাত সুলতানার স্বামী নাজমুল ইসলামের ফেসবুক স্ট্যাটাসে এমনটাই প্রকাশ পেয়েছে।
এর আগে ১৬ এপ্রিল সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে মৃত্যুবরণ করেন একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা। করোনা পজেটিভ হয়ে গর্ভাবস্থায় প্রায় এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। রিফাতের আরও দু’টি সন্তান (যমজ) রয়েছে। তার স্বামীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন।
এই বিভাগের আরো খবর

সাজেকে পাহাড় ধসে সড়ক বন্ধ, আটকে আছে ৪ শতাধিক পর্যটক

‘গুলি করি মরে একটা, বাকিডি যায় না স্যার’-সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

বিমান দু্র্ঘটনায় মাইলস্টোন স্কুলের ছাত্র ওহিকে পাওয়া গেলেও মা নিখোঁজ

আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ আছি: জামায়াত আমির
